বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে ব্লগার ডটকম আসলেই কি সত্যি/blogger problem bd

blogger problem in Bangladesh, blogger problem bd, not login blogger, ব্লগার সমস্যা করছে কেন, ব্লগ সাইটে প্রবেশ করতে পারছি,

বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে ব্লগার ডটকম আসলেই কি সত্যি চলুন বিস্তারিত জেনে আসি

আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্লগসাইট নিয়ে আপনারা হয়তো ইতোমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ থেকে blogger.com এ প্রবেশ করা যাচ্ছে না অর্থাৎ লগইন করা যাচ্ছে না।
 আশাকরি কিছুদিন ধরে আপনার ব্লগ সাইটে প্রবেশ করতে পারছেন না এর কারণ কি চলুন আজকের আলোচনা থেকে আমরা বিস্তারিত জেনে নিই।

blogger.com সাইটের আপডেটের কাজ চলতেছে যে কারণে আমাদের বাংলাদেশ থেকে blogger.com এ প্রবেশ করা যাচ্ছেন তবে গুগল কর্তৃপক্ষ থেকে আমরা যেভাবে আস্বস্ত হয়েছি চলতি জুন মাস এই আপগ্রেডের কাজ চলবে।
তারা জানিয়েছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে এরকম সমস্যা হচ্ছে এই সমস্যার মূল কারণ গুগলের নিজস্ব সার্ভার সেখান থেকে আইপি অ্যাড্রেস গুলা বন্ধ হয়ে যাওয়ায়।

তবে আশা করা যায় আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ থেকে blogger.com সাইটে পুরোপুরি প্রবেশ করা যাবে এবং লগইন করা ও ওয়েবসাইট পরিচালনা করা যাবে।
তবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার যদি ব্লগার সাইটে মূল্যবান ওয়েবসাইট থেকে থাকে তাহলে কি আপনি এক মাস অপেক্ষা করবেন আমি কিছু পরামর্শ দেবো যা ফলো করলে আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে না।

কারণ এক মাস অপেক্ষা করা মানে ত্রিশটি দিন আর আপনারা হয়তো জেনে থাকবেন যে এক মাসে একটি ওয়েবসাইটের অনেক ভিজিটর কমে যেতে পারে আপনার ওয়েবসাইটে যদি রেগুলার আর্টিকেল পাবলিশ না করা হয় তাহলে গুগল সাইট ম্যাপ থেকে আপনারা ওয়েবসাইটটিকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা থেকে যায়।

তাই আজকে আমার পরামর্শ হচ্ছে যদি নিয়মিত আর্টিকেল পাবলিশ করতে চান তাছাড়া বাংলাদেশ থেকে ব্যবহার করতে চান।
তাহলে আপনারা যে কোন ভিপিএন ইউজ করতে পারেন বাংলাদেশ থেকে যারা ভিপিএন ইউজ করবেন  অবশ্যই ইউনাইটেড স্টাডিস সিলেক্ট করবেন।

তবে আমি আমার আর্টিকেল এ কোন ভিপিএন এর নাম উল্লেখ করব না আপনি চাইলে  প্রিমিয়াম অথবা ফ্রী ভার্সন ব্যবহার করতে পারেন।
তবে আমার পরামর্শ থাকবে এই অল্প কিছুদিনের জন্য প্রিমিয়াম ভার্সন ইউজ করার প্রয়োজন নেই। আর যদি আপনার কাছে আগে থেকে প্রিমিয়াম ভার্সন থেকে থাকে তাহলে তো কথাই নেই আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন।

তাছাড়া এই বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোন কিছু নেই, আমরা যতটুক জানি blogger.com এর নতুন কিছু ফিউচার এড হবে আর এজন্যই সাময়িক এই সমস্যার সম্মুখিন আমরা হচ্ছি।
আর যারা মোবাইল দিয়ে ব্লগিং করেন তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে যেকোনো একটি ভিপিএন নামিয়ে নিতে পারেন এবং ভিপিএন কানেক্ট করে আপনি ব্লগ সাইটে প্রবেশ করতে পারেন।

তো বন্ধুরা আজকের আলোচনা টা ছিল অত্যন্ত জরুরী তাই আর্টিকেলটা বেশি বড় করতে চাই না এখানে আর্টিকেলটা শেষ করতে চাই।
এছাড়াও যদি blogger.com নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমি আশা করব কোন সংকোচ না রেখে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পক্ষ থেকে যতটুকু পারি সহযোগিতা করব।
আশা করি আগামী দিনগুলোতেও ভালো থাকবেন আর স্বপ্নকুড়ি পরিবারের সাথেই থাকবেন।
ধন্যবাদ...

Post a Comment

Previous Post Next Post

Contact Form