স্বপ্নকুড়ি গ্রাম উন্নয়ন সমিতি উপ-বিধি ঋণ ও সঞ্চয়

নিম্নে উল্লেখিত আইন ও বিধি প্রযোজ্য ও কার্যকর হইবে।

নতুন সদস্যে ও ঋণ প্রাপ্তির যোগ্যতা

>> নতুন সদস্য হওয়ার জন্য নূন্যতম ১৮-৫০ বছর বয়সী যেকোনো সুস্থ নারী-পুরুষ।

>> ৫০-টাকা ভর্তি ফ্রী (অফেরত যোগ্য) এবং প্রস্তাবিত ঋণ আবেদনের, প্রতি এক হাজার টাকার বিপরীতে ১০-টাকা (ঋণ জামানত যা মেয়াদ শেষে লভ্যাংশ সহ ফেরত যোগ্য) বাধ্যতামূলক আদায় নিশ্চিত করতে হবে।

>> স্বপ্নকুড়ির নির্ধারিত আবেদন ফরমে, ঋণ প্রাপ্তির তিন সাপ্তাহে পূর্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

>> ঋণী সদস্য অবশ্যই আয় বৃদ্ধি মূলক কর্মের সহিত জরিত হইতে হবে যেমনঃ- ব্যবসা, চাকুরী। 

>> ঋণ আবেদনে উল্লেখিত দুই জন ঋণ জিম্মাদার ও সাক্ষর স্ব-উপস্থিতে নিশ্চিত করতে হবে (বাধ্যতামূলক)।

ঋণ ও সার্ভিস চার্জ

>> নতুন সদস্যের প্রথম অবস্থায় ঋণ প্রাপ্তির পরিমাণ (সাধারণ ঋণ) সর্বনিম্ন (১০,০০০/=) হাজার টাকা এবং সর্বোচ্চ (১৫,০০০/=) হাজার টাকা ও (ব্যবসায়ীক ঋণ) সর্বনিম্ন (২০,০০০/=) এবং সর্বোচ্চ (৩০,০০০/=) হাজার টাকা।

>> ঋণের সিলিং চলতি ঋণ সমাপ্তির পর (সাধারণ ঋণ সর্বোচ্চ ১০,০০০/= হাজার টাকা) ও (ব্যবসায়ীক ঋণ সর্বোচ্চ ২০,০০০/= হাজার টাকা)

>> ঋণ আদায় পদ্ধতিঃ- সাপ্তাহিক, কিস্তি সংখ্যা ২০-টি (সরকারী ছুটি ব্যতীত)।

>> সার্ভিস চার্জের পরিমাণ (সকল ঋণ) শতকরা ১৮% (পরিবর্তন যোগ্য)

সঞ্চয় ও লভ্যাংশ

>> সঞ্চয় তিন প্রকার যেমনঃ- (১) ঋণ সঞ্চয়, (২) সাধারণ সঞ্চয়, (৩) আমানত সঞ্চয়।

ঋণ সঞ্চয়ঃ

(ক) ঋণ গ্রহনের সময় কর্মি সঞ্চয়ের পরিমাণ গ্রাহকের পাশ বইয়ে উল্লেখ করে দিবে।

(খ) অনুমোদিত ঋণের বিপরীতে প্রতি এক হাজার টাকার নির্ধারিত সঞ্চয়ের পরিমাণ = ৫/= টাকা সাপ্তাহিক হার।

(গ) জমাকৃত সঞ্চয় হইতে বকেয়া কিস্তি সমন্নয় করা হইবে না।

(ঘ) গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে গ্রাহক চাইলে জমাকৃত সঞ্চয়ের ৩৫% উত্তোলন করিতে পারিবে স্বপ্নকুড়ি অফিস হইতে।

(ঙ) জমাকৃত সঞ্চয়ের উপর স্বপ্নকুড়ির নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হইবে।

(চ) স্বপ্নকুড়ি উপ-আইন দ্বারা নির্ধারিত লভ্যাংশ শতকরা ৮.৫% প্রদান করা হইবে (পরিবর্তনীয়)।

(ছ) লভ্যাংশ প্রদানের নিয়ম, প্রতি অর্থ বছরের ক্যালেন্ডার হিসেবে ৩১-শে ডিসেম্বর। 

(জ) কোনো গ্রাহক জমাকৃত সঞ্চয় ৩১-শে ডিসেম্বরের পূর্বে অর্থাৎ ৩০-শে ডিসেম্বর বা তার পূর্বের যেকোনো সময় সঞ্চয় উত্তোলন করিলে চলতি অর্থ বছরের লভ্যাংশ লাভের যোগ্যতা হারাবে।

সাধারণ সঞ্চয়

(ক) সাধারণ সঞ্চয় তিন প্রকার যেমনঃ- (১) দৈনিক সঞ্চয় (২) সাপ্তাহিক সঞ্চয় (৩) মাসিক সঞ্চয়।

(খ) সঞ্চয়ের পরিমাণঃ-

দৈনিক সঞ্চয়ঃ- ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৮০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৫০০ টাকা।

সাপ্তাহিক সঞ্চয়ঃ- ৫০, ৭৫, ১০০, ১৫০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০, ১৫০০, ২০০০ টাকা।

মাসিক সঞ্চয়ঃ- ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ১০০০, ১২০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০,০০০ টাকা।

(গ) সঞ্চয়ের মেয়াদঃ- ৩-বছর, ৫-বছর, ৮-বছর, ১০-বছর এবং ১২-বছর।

(ঘ) সাধারণ সঞ্চয়ী হিসাব মেয়াদ শেষে নিম্নরূপ হারে লভ্যাংশ প্রাপ্ত হইবেনঃ-

০০-০১ বছর, লভ্যাংশ- ০০% প্রাপ্ত হইবেন

০১-০২ বছর, লভ্যাংশ- ১৯% প্রাপ্ত হইবেন

০২-০৩ বছর, লভ্যাংশ- ২৬% প্রাপ্ত হইবেন

০৩-০৪ বছর, লভ্যাংশ- ৩৪% প্রাপ্ত হইবেন

০৪-০৫বছর, লভ্যাংশ- ৪৫% প্রাপ্ত হইবেন

০৫-০৬ বছর, লভ্যাংশ- ৫৮% প্রাপ্ত হইবেন

০৬-০৭ বছর, লভ্যাংশ- ৬৩% প্রাপ্ত হইবেন

০৭-০৮ বছর, লভ্যাংশ- ৬৯% প্রাপ্ত হইবেন

০৮-০৯ বছর, লভ্যাংশ- ৭৫% প্রাপ্ত হইবেন

০৯-১০ বছর, লভ্যাংশ- ৮১% প্রাপ্ত হইবেন

১০-১১ বছর, লভ্যাংশ- ৮৮% প্রাপ্ত হইবেন

১১-১২ বছর, লভ্যাংশ- ৯৮% প্রাপ্ত হইবেন

(ঙ) স্বপ্নকুড়ি সঞ্চয়ী হিসাবের মেয়াদ শেষে উল্লেখিত লভ্যাংশ হারে গ্রাহকের জমাকৃত সঞ্চয় ও লভ্যাংশ সহ আগামী ৯০-কর্ম দিবসের মধ্যে পরিশোধের জন্য দায়বদ্ধ।

(চ) গ্রাহক নিজ ইচ্ছায় সঞ্চয়ী হিসাব বন্ধ করার জন্য আবেদন দাখিল করার সুযোগ রয়েছে, পরবর্তী ১৪-কর্ম দিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হইবে।

আমানত সঞ্চয়ঃ-

(ক) আমানত সঞ্চয়ঃ- এককালীন জমাকৃত অর্থ আমানত সঞ্চয় হিসেবে গণ্য হয়।

(খ) আমানত সঞ্চয়ের লভ্যাংশ বিতরণঃ- মাসিক, ত্রি-মাসিক, বাৎসরিক।

(গ) প্রতি মাসের ০৫-তারিখ হইতে ১০-তারিখের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হইবে।

(ঘ) আমানত সঞ্চয়ের লভ্যাংশের হার উপ-বিধি দ্বারা নির্ধারিত হইবে।

(ঙ) এককালীন আমানত সঞ্চয়ের পরিমাণঃ- ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা।

(জ) আমানত সঞ্চয় প্রতিমাসের ১৫ তারিখ হইতে ২৫ তারিখের মধ্যে হিসাব চালু করতে হবে এবং পরবর্তী মাসের ০১-তারিখ হইত চলমান আমানতে গণ্য হইবে।

(ঝ) আমানত সঞ্চয়ের মেয়াদকালঃ- ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০-বছর।

ধন্যবাদ

স্বপ্নকুড়ি গ্রাম উন্নয়ন

Post a Comment

Previous Post Next Post

Contact Form