নিম্নে উল্লেখিত আইন ও বিধি প্রযোজ্য ও কার্যকর হইবে।
নতুন সদস্যে ও ঋণ প্রাপ্তির যোগ্যতা
>> নতুন সদস্য হওয়ার জন্য নূন্যতম ১৮-৫০ বছর বয়সী যেকোনো সুস্থ নারী-পুরুষ।
>> ৫০-টাকা ভর্তি ফ্রী (অফেরত যোগ্য) এবং প্রস্তাবিত ঋণ আবেদনের, প্রতি এক হাজার টাকার বিপরীতে ১০-টাকা (ঋণ জামানত যা মেয়াদ শেষে লভ্যাংশ সহ ফেরত যোগ্য) বাধ্যতামূলক আদায় নিশ্চিত করতে হবে।
>> স্বপ্নকুড়ির নির্ধারিত আবেদন ফরমে, ঋণ প্রাপ্তির তিন সাপ্তাহে পূর্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
>> ঋণী সদস্য অবশ্যই আয় বৃদ্ধি মূলক কর্মের সহিত জরিত হইতে হবে যেমনঃ- ব্যবসা, চাকুরী।
>> ঋণ আবেদনে উল্লেখিত দুই জন ঋণ জিম্মাদার ও সাক্ষর স্ব-উপস্থিতে নিশ্চিত করতে হবে (বাধ্যতামূলক)।
ঋণ ও সার্ভিস চার্জ
>> নতুন সদস্যের প্রথম অবস্থায় ঋণ প্রাপ্তির পরিমাণ (সাধারণ ঋণ) সর্বনিম্ন (১০,০০০/=) হাজার টাকা এবং সর্বোচ্চ (১৫,০০০/=) হাজার টাকা ও (ব্যবসায়ীক ঋণ) সর্বনিম্ন (২০,০০০/=) এবং সর্বোচ্চ (৩০,০০০/=) হাজার টাকা।
>> ঋণের সিলিং চলতি ঋণ সমাপ্তির পর (সাধারণ ঋণ সর্বোচ্চ ১০,০০০/= হাজার টাকা) ও (ব্যবসায়ীক ঋণ সর্বোচ্চ ২০,০০০/= হাজার টাকা)
>> ঋণ আদায় পদ্ধতিঃ- সাপ্তাহিক, কিস্তি সংখ্যা ২০-টি (সরকারী ছুটি ব্যতীত)।
>> সার্ভিস চার্জের পরিমাণ (সকল ঋণ) শতকরা ১৮% (পরিবর্তন যোগ্য)
সঞ্চয় ও লভ্যাংশ
>> সঞ্চয় তিন প্রকার যেমনঃ- (১) ঋণ সঞ্চয়, (২) সাধারণ সঞ্চয়, (৩) আমানত সঞ্চয়।
ঋণ সঞ্চয়ঃ-
(ক) ঋণ গ্রহনের সময় কর্মি সঞ্চয়ের পরিমাণ গ্রাহকের পাশ বইয়ে উল্লেখ করে দিবে।
(খ) অনুমোদিত ঋণের বিপরীতে প্রতি এক হাজার টাকার নির্ধারিত সঞ্চয়ের পরিমাণ = ৫/= টাকা সাপ্তাহিক হার।
(গ) জমাকৃত সঞ্চয় হইতে বকেয়া কিস্তি সমন্নয় করা হইবে না।
(ঘ) গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে গ্রাহক চাইলে জমাকৃত সঞ্চয়ের ৩৫% উত্তোলন করিতে পারিবে স্বপ্নকুড়ি অফিস হইতে।
(ঙ) জমাকৃত সঞ্চয়ের উপর স্বপ্নকুড়ির নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হইবে।
(চ) স্বপ্নকুড়ি উপ-আইন দ্বারা নির্ধারিত লভ্যাংশ শতকরা ৮.৫% প্রদান করা হইবে (পরিবর্তনীয়)।
(ছ) লভ্যাংশ প্রদানের নিয়ম, প্রতি অর্থ বছরের ক্যালেন্ডার হিসেবে ৩১-শে ডিসেম্বর।
(জ) কোনো গ্রাহক জমাকৃত সঞ্চয় ৩১-শে ডিসেম্বরের পূর্বে অর্থাৎ ৩০-শে ডিসেম্বর বা তার পূর্বের যেকোনো সময় সঞ্চয় উত্তোলন করিলে চলতি অর্থ বছরের লভ্যাংশ লাভের যোগ্যতা হারাবে।
সাধারণ সঞ্চয়
(ক) সাধারণ সঞ্চয় তিন প্রকার যেমনঃ- (১) দৈনিক সঞ্চয় (২) সাপ্তাহিক সঞ্চয় (৩) মাসিক সঞ্চয়।
(খ) সঞ্চয়ের পরিমাণঃ-
দৈনিক সঞ্চয়ঃ- ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৮০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৫০০ টাকা।
সাপ্তাহিক সঞ্চয়ঃ- ৫০, ৭৫, ১০০, ১৫০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০, ১৫০০, ২০০০ টাকা।
মাসিক সঞ্চয়ঃ- ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ১০০০, ১২০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০,০০০ টাকা।
(গ) সঞ্চয়ের মেয়াদঃ- ৩-বছর, ৫-বছর, ৮-বছর, ১০-বছর এবং ১২-বছর।
(ঘ) সাধারণ সঞ্চয়ী হিসাব মেয়াদ শেষে নিম্নরূপ হারে লভ্যাংশ প্রাপ্ত হইবেনঃ-
০০-০১ বছর, লভ্যাংশ- ০০% প্রাপ্ত হইবেন
০১-০২ বছর, লভ্যাংশ- ১৯% প্রাপ্ত হইবেন
০২-০৩ বছর, লভ্যাংশ- ২৬% প্রাপ্ত হইবেন
০৩-০৪ বছর, লভ্যাংশ- ৩৪% প্রাপ্ত হইবেন
০৪-০৫বছর, লভ্যাংশ- ৪৫% প্রাপ্ত হইবেন
০৫-০৬ বছর, লভ্যাংশ- ৫৮% প্রাপ্ত হইবেন
০৬-০৭ বছর, লভ্যাংশ- ৬৩% প্রাপ্ত হইবেন
০৭-০৮ বছর, লভ্যাংশ- ৬৯% প্রাপ্ত হইবেন
০৮-০৯ বছর, লভ্যাংশ- ৭৫% প্রাপ্ত হইবেন
০৯-১০ বছর, লভ্যাংশ- ৮১% প্রাপ্ত হইবেন
১০-১১ বছর, লভ্যাংশ- ৮৮% প্রাপ্ত হইবেন
১১-১২ বছর, লভ্যাংশ- ৯৮% প্রাপ্ত হইবেন
(ঙ) স্বপ্নকুড়ি সঞ্চয়ী হিসাবের মেয়াদ শেষে উল্লেখিত লভ্যাংশ হারে গ্রাহকের জমাকৃত সঞ্চয় ও লভ্যাংশ সহ আগামী ৯০-কর্ম দিবসের মধ্যে পরিশোধের জন্য দায়বদ্ধ।
(চ) গ্রাহক নিজ ইচ্ছায় সঞ্চয়ী হিসাব বন্ধ করার জন্য আবেদন দাখিল করার সুযোগ রয়েছে, পরবর্তী ১৪-কর্ম দিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হইবে।
আমানত সঞ্চয়ঃ-
(ক) আমানত সঞ্চয়ঃ- এককালীন জমাকৃত অর্থ আমানত সঞ্চয় হিসেবে গণ্য হয়।
(খ) আমানত সঞ্চয়ের লভ্যাংশ বিতরণঃ- মাসিক, ত্রি-মাসিক, বাৎসরিক।
(গ) প্রতি মাসের ০৫-তারিখ হইতে ১০-তারিখের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হইবে।
(ঘ) আমানত সঞ্চয়ের লভ্যাংশের হার উপ-বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(ঙ) এককালীন আমানত সঞ্চয়ের পরিমাণঃ- ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা।
(জ) আমানত সঞ্চয় প্রতিমাসের ১৫ তারিখ হইতে ২৫ তারিখের মধ্যে হিসাব চালু করতে হবে এবং পরবর্তী মাসের ০১-তারিখ হইত চলমান আমানতে গণ্য হইবে।
(ঝ) আমানত সঞ্চয়ের মেয়াদকালঃ- ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০-বছর।
ধন্যবাদ