আপনি যদি ওয়েবসাইট জগতের নতুন হয়ে থাকেন এবং ব্লগিং প্ল্যাটফর্মে নতুনভাবে আপনি কাজ শুরু করেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি আজকের টিউটোরিয়ালের মূল বিষয়ে চলে যাই।
আজকের টিউটোরিয়াল মূলত ব্লগিং সাইটে কাজ করা সম্পর্কে,
আপনারা হয়তো একটি বিষয় জেনে থাকবেন যারা ওয়েবসাইটে কাজ করে অথবা প্রত্যেকটা ব্লগারেরই নিজস্ব মেধা এবং ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তারা এই প্লাটফর্মটি তে সাকসেস অর্জন করে।
তবে আপনি হয়তো জেনে অবাক হবেন আমাদের এই সমাজে বিভিন্ন রকম ডিজিটাল প্রতারক রয়েছে, যারা হুট করে এই ব্লগিং প্ল্যাটফর্ম এ চলে আসে এবং ব্লগার বলে পরিচয় প্রদান করে।
তবে আপনি যদি তাদের কাজের এক্সপেরিয়েন্স সম্পর্কে খোঁজ-খবর নেন তাহলে আপনি বুঝতে পারবেন এরা আসলে ব্লগিং করতে আসে না এরাই ব্লগিং প্লাটফর্ম টাকে বিতর্কিত করতে আসে।
তবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ব্লগিং প্লাটফর্ম কিভাবে ওরা নষ্ট করে এর উত্তর হচ্ছে এদের আসলে নিজস্ব কোন মেধা বা ক্রিয়েটিভিটি তাকে না।
হুট করেই ভার্চুয়াল জগতে চলে আসে এবং ক্রিয়েট করে নেয় ওয়েবসাইট এবং অন্যজনের ওয়েবসাইট থেকে আর্টিকেল চুরি করে নিজের ওয়েবসাইটে পাবলিশ করে, তবে এই আর্টিকেল চুরি করে তার ওয়েবসাইটে পাবলিশ করে কোন লাভ নেই।
আপনারা হয়তো জানেন একটি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে হয়।
গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন তখন গুগল কর্তৃপক্ষ আপনার ওয়েবসাইটের এসইও প্লাস কনটেন্ট এবং আপনার ওয়েবসাইটের সমস্ত বিষয় গুলো গুরুত্ব সহকারে রিভিউ করবে এবং এই রিভিউ করে যদি তারা সন্তুষ্ট হয় অথবা তারা বুঝতে পারে যে এই ওয়েবসাইটটি গুণগত মান দিয়ে কোয়ালিটিফুল তারপরে আপনাকে এডসেন্সের জন্য অ্যাপ্রুভ করবে।
কিন্তু কপিকৃত কন্টেন্ট দিয়ে এডসেন্সের আশা না করাই ভালো কারণ এসব ওয়েবসাইটে কখনোই এডসেন্স অ্যাপ্রুভ হবে না।
তবে আগেই আমি বলেছি কিছু অতি উৎসাহী লোক আছে যারা ব্লগিং কি এটাই এখন পর্যন্ত জানেনা অথচ এই প্লাটফর্ম টাকে নষ্ট করার জন্য হুট করে চলে আসে এবং অন্য জনের কন্টেন্ট কপি করে সেই কন্টাক্ট পাবলিশ করে।
তাহলে এখন আমাদের করণীয় কি এই ধরনের লোক থেকে আমরা কিভাবে দূরে থাকবো এই প্রশ্নটা স্বাভাবিক আমাদের মাথায় আসতেই পারে।
কারণ আমরা যখন একটি আর্টিকেল লিখি সেই আর্টিকেলটার পিছনে কতটুকু শ্রম দিতে হয় একমাত্র আমরাই জানি অথবা একজন ব্লগারই জানে।
তবে আমরা কখনই চাইব না, আমার আর্টিকেল বা আপনার আর্টিকেল চুরি করে অন্য কেউ তার ওয়েবসাইটে পাবলিশ করুক।
কারণ অর্জিনিয়াল ওয়েবসাইটে বিভিন্ন রকম এপেক্ট পড়তে পারে যেমন আপনার কন্টেন্ট ইউনিক হওয়া সত্যেও আপনার সাইটের ভিজিটর কমে যেতে পারে এছাড়াও একই কন্টেন্ট একাধিক সাইটে থাকার ফলে ভিজিটর আপনার সাইটিকে ফ্যাক ভাবতে পারে।
এই প্রশ্নটা কেন আসলো, এই প্রশ্নটা আসার কারণ হল আমরা যখন কোন কিছু করি তখন অবশ্যই আমাদের মাথায় কিছু চিন্তা ভাবনা নিয়ে কাজ গুলা করি যা অন্যদের সাথে মিলে যাওয়ার কথা না, তবে কপি করার ফলে সহজেই মিলে যায়।
তাই আজকে আমি আপনাদেরকে অর্থাৎ যারা একেবারে ব্লগিং প্ল্যাটফর্মের জন্য নতুন এবং সবেমাত্র ওয়েবসাইট খুলে তার ওয়েবসাইটে ইউনিক ইউনিক কনটেন্ট আপলোড করলেন কিন্তু আপনার ওয়েবসাইট নতুন হওয়ায় গুগলের কাছে এতটা সুপরিচিত নয়।
এখন যদি কোনো বড় ওয়েবসাইট যারা পূর্বে তেকে কাজ করতেছে এমনকি ওই ওয়েবসাইটে প্রচুর পরিমান ভিজিটর আছে ওই ওয়েবসাইটের এডমিন যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে তার ওয়েবসাইটে পাবলিশ করে দেয় সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইট এর আগে তার ওয়েবসাইট অর্গানিক ভিজিটর পেতে ভূমিকা রাখবে এটাই সত্য।
তাই আমি আজকে আপনাদেরকে অর্থাৎ নতুনদের জন্য একটি সহজ কৌশল শিখিয়ে দিব যারা ব্লগিং প্লাটফর্ম এ অর্থাৎ blogger.com এ কাজ করেন তারাই শুধু আজকে আমার এই টিপস টা ফলো করবেন।
এছাড়াও যারা ওয়ার্ডপ্রেস, উইকস এসব প্লাটফর্মে কাজ করেন তাদের জন্য পরবর্তীতে ইউনিকোড গুলো নতুনভাবে সাজিয়ে দিব কিন্তু আজকের এই টিউটোরিয়াল টা blogger.com এ কাজ করেন তারাই ব্যবহার করতে পারবেন এবং সুবিধাটা নিতে পারবেন।
তো আজকের টিউটোরিয়ালের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে অন্য কেউ যাতে আপনার ওয়েবসাইট থেকে আপনার ইউনিক কনটেন্ট কপি না করতে পারে।
তার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে এবং আজকের টিউটোরিয়ালে আমি যে পদ্বতিতে টিপসগুলো দেখিয়ে দিব অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব একইভাবে যদি আপনারা টিপসগুলো কাজে লাগান তাহলে আর কেউ আপনার ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করতে পারবে না অর্থাৎ কপি করার যে পারমিশন টা থাকে টোটালি অফ করে দিতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কাজটা আপনারা করবেন
এই কাজটা খুবই সহজ তার জন্য আপনাকে কোন কোডিং জানতে হবে না বা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড এগুলার প্রয়োজন নেই।
আমি আপনাদেরকে একটা কোড দিব নিচের লিঙ্ক থেকে প্রবেশ করে সেই কোডটা কপি করবেন অর্থাৎ আপনারা যারা আমার এই ওয়েবসাইটে আর্টিকেল পড়তেছেন, আমার এই ওয়েবসাইট থেকেও আপনারা কোন কিছু কপি করতে পারবেন না।
তাহলে এবার নিজেরা চিন্তা করুন আমার ওয়েবসাইটের যত ধরনের ইউনিক কনটেন্ট থাকুক অন্ততপক্ষে কপি করে নিতে পারবে না তার মানে আমি মোটামুটি ওয়েবসাইট নিয়ে সিকিউর আছি তাই আজকে আমি আপনাদেরকে এই পদ্ধতিটা শিখাব।
এই html কোডটি কপি করে পেস্ট করুন
____________
if (typeof document.onselectstart!="undefined" ) {
document.onselectstart=new Function ("return false" );
} else {
document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );
}
____________
চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি
- আপনি প্রথমে চলে যাবেন blogger.com সাইটে
- তারপর আপনি আপনার ব্লগ সাইটে প্রবেশ করবেন
- এখন আপনি লে-আউট অপশনে চলে যাবেন
- লে-আউট অপশনে ঢোকার পর আপনি যেকোনো একটি গেজেট সিলেক্ট করবেন
- গেজেট এর উপর টাচ করে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড অপশনটি সোস করবেন
এখন উপরের দেওয়া লিঙ্ক থেকে কোডটি পুরোপুরি কপি করে নিবেন এবং এই কোডটি এখানে পেস্ট করবেন তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিবেন।
খুব সহজেই আপনার কাজটি হয়ে যাবে এ কাজটি কমপ্লিট করার পর আপনি আপনার ব্লগ সাইটে ভিজিটর অপশনে চলে যাবেন এবং যে কোন একটি আর্টিকেল ওপেন করুন তারপর কপি করার চেষ্টা করুন।
আশা করি উপরের কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে থাকেন তাহলে কপি হবে না।
তো বন্ধুরা আজকের আর্টিকেল এ পর্যন্তই ছিল যদি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে এছাড়া যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের স্বপ্নকুড়ি পরিবারের সাথে সব সময় থাকবেন আশা করি।
এতক্ষণ মন দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Tags
ব্লগ