ফ্রী-তে লোগো তৈরি করুন এবং সাথে যুক্ত করুন সেরা ডিজাইন/Create a free logo

free

আমাদের ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউবের জন্য একটি আকষর্ণীয় লোগোর প্রয়োজন হয়। কারণ লোগো হচ্ছে আপনার প্লাটফর্মের পরিচয় বা প্রতীক যা আপনার প্লাটফর্মের নিবিড় তথ্য বহন করে।

এখন প্রশ্ন হচ্ছে আপনি কি লোগো তৈরি করতে চান?
অথচ আপনার ডিজাইন জ্ঞান নাই, তাহলে কিভাবে তৈরি করবেন? 

চলুন আজকে লোগো তৈরি করার একটি সহজ পথ খুঁজি 
আজকে আমি আপনাদেরকে কিছু সহজ পরামর্শ দিবো, যাতে করে প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন অথচ কোনো টাকা পয়সা লাগবে না।

আবার অনেকের মাথায় সহজেই একটা প্রশ্ন চলে আসবে, লোগো তৈরি করা এমন কি কাজ যা আমি পারবো না?
কিন্ত বিষয়টা হচ্ছে এই রকম, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জ্ঞান না থাকে ও ফটোশপের পর্যাপ্ত ম্যাটারিয়াল না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন? 
কারণ ব্যানার বা লোগো তৈরি করতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ফটোশপের যথাযথ ম্যাটারিয়াল থাকতে হবে।
কিন্ত আমি আজকে জানাবো এসব ছাড়াও লোগো তৈরি করতে পারবেন একদম ফ্রী-তে।
চিন্তার কোনো কারণ নেই, এই সব ওয়েবসাইট ফ্রী-তেই লোগো তৈরি করে দেয় বিনিময়ে টাকা পয়সা লাগেনা।
আজকে বেশ কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো আপনাদের কে, একদম ফ্রী-তে লোগো বানানোর জন্য। 

চলুন মূল টপিকে প্রবেশ করি
কেন আপনার লোগো প্রয়োজন?
উদাহরণঃ- আপনার একটি ব্লগ রয়েছে এবং সেই ব্লগে সুন্দর একটি নামও রয়েছে এখন আপনার ব্লগের একটি লোগো প্রয়োজন আর এই লোগো হলো ব্লগের পরিচয়। 
লোগো হলো আপনার ব্লগের ফাস্ট চেম্বার বা প্রদর্শন যা আকষর্ণীয় হলে আপনার ব্লগে ভিজিটর আকষর্ণ করে।
এছাড়াও রয়েছে ইমেইল ট্যাগ ও বিজনেস কার্ড এবং ব্লগের জন্য প্রথম কাজ লোগো সেটআপ করা।

এখানে লোগো তৈরি করার জন্য প্রফেশনাল মানের কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে রি-কমেন্ট করবো তবে কিছু কিছু টুলস ডাউনলোড করে ব্যবহার করতে হতে পারে। 

চলুন সাইট গুলো সম্পর্কে আলোচনা করি
টেইলর ব্র্যান্ড ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক টুলসের মাধ্যমে তৈরি করতে পারেন প্রফেশনাল লোগো।
ওয়েবসাইটে প্রবেশ করার পর, টেইলর ব্র্যান্ডে সাইন আপ করুন এবং সাইন আপ করা হয়ে গেলে লগইন করুন। 
এখন টেইলর ব্র্যান্ডে ফ্রী-তে লোগো তৈরি করুন এবং Logo Create অপশন সিলেক্ট করুন ও নির্দেশনা গুলো অনুসরণ করুন এবার লক্ষ্য করুন কয়েক সেকেন্ডের মধ্যেই বেশ কয়েকটি লোগো ভিন্ন ভিন্ন ডিজাইনে তৈরি হয়ে যাবে এখন আপনার পছন্দের লোগোটি নির্বাচন করে ডাউনলোড করুন।

লুকাস লোগো ওয়েবসাইটে প্রবেশ করুন সাইন আপ অপশন সিলেক্ট করুন তারপর সাইন আপ ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন সর্বশেষ লগইন করুন। 
লোগো তৈরি করতে, লোগো তৈরি করার অপশন সিলেক্ট করুন পূর্বের নিয়মে নির্দেশনা অনুসরণ করুন সবশেষে অপেক্ষা করুন তারপর পছন্দ মতো লোগো ডাউনলোড করুন এবং লুকাসে রেডিমেড লোগো ক্রয় করতে পারবেন অর্থের বিনিময়ে। 

উল্লেখ্যঃ- উপরোক্ত ওয়েবসাইটের চেয়েও সহজ পদ্ধতি অনুসরণ করে কন্সট্যান্ট কন্টাক্টে লোগো তৈরি করতে পারবেন, ওয়েবসাইটে প্রবেশ করুন লোগো তৈরি অপশন সিলেক্ট করুন তারপর ব্লগ বা ওয়েবসাইটের নাম দিন এবং একটু সময় অপেক্ষা করুন ও ছয়টি লোগো শো করবে এখন পছন্দ করে ডাউনলোড করে নিন।

উল্লেখ্যঃ- লক্ষ্য করলে দেখতে পাবেন সব কয়টি সাইটের কাজ একই রকম, সামান্য একটু এদিক সেদিন করলেই লোগো ডিজাইন বা তৈরি করা যায়।
তাই আমি অতিরিক্ত সময় ক্ষেপন করতে চাচ্ছি না এবং আর্টিকেলটিও যাতে অতিরিক্ত বড় না হয় সেই দিখে খেয়াল রেখে এখানেই সমাপ্ত করছি এবং নিচে ফ্রীতে লোগো তৈরি করার বেস্ট ওয়েবসাইট গুলোর ঠিকানা উল্লেখ করেছি দেখে নিবেন।
ফ্রী-তে লোগো তৈরি করুন 

Post a Comment

Previous Post Next Post

Contact Form