![]() |
আজকের আলোচনার বিষয় 2Captcha.
2captcha হচ্ছে আউটসোর্সিং প্লাটফর্ম এখানে আপনি সাধারণ জ্ঞান অর্জন করেই কাজ করতে পারবেন।
আপনাকে কম্পিউটার টাইপিং এ পারদর্শী হতে হবে, কারণ আপনার টাইপিং স্পিড যত দূত গতির হবে, আপনার ইনকামও তত বেশি হবে।
অনেকেই বলে থাকেন 2captcha বা এরকম সাইট গুলোতে মোবাইলে কাজ করা যায় কিনা?
এ ব্যাপারে একটু ক্লিয়ার করে দিতে চাই, লক্ষ্য করুনএ যাবতীয় কাজ গুলোর জন্য নির্ধারিত সময় দেওয়া হয়, যেমন ধরুন একটি ক্যাপচা পূরণ করতে আপনি সময় পাবেন ১২-সেকেন্ড অথবা ১৫-সেকেন্ড।
লেপটপ বা কম্পিউটারের তুলনায় আপনার মোবাইলের স্কিন ছোট হওয়ায় এই কাজ গুলো করতে সাময়িক নানান সমস্যায় পড়তে হবে, যেমন নির্ধারিত সময়ের মধ্যে ক্যাপচা পূরণ করা যায় না, ইমেজ বা ক্যাপচা লোড হতে অতিরিক্ত সময় নেয়, ক্যাপচা পূরণ করার সময় ওয়ার্ড ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অতিরিক্ত ভুল ক্যাপচা পূরণে একাউন্ট সাসপেন্ড হয়ে যায় ইত্যাদি।
2captcha কি
প্রযুক্তির যুগে ব্যবসায়ীক স্বার্থে অনেক কোম্পানি বিভিন্ন ওয়েবসাইটের একাউন্ট খোলার জন্য 2Captcha এর মতো অসংখ্য ওয়েবসাইট প্লাটফর্ম রয়েছে যেগুলোতে টাকার বিনিময়ে 2Captcha পূরণ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সাররা এসব কাজের বিনিময়ে উপার্জন করে।
কেন captcha পূরণ করায়
প্রযুক্তি ব্যবস্থার সিকিউরিটি নিশ্চিত করার জন্য, এবং কোনো কোম্পানির একাউন্ট তৈরি করার ক্ষেত্রে রোবট দ্বারা ভূয়া একাউন্ট মোকাবেলা করার জন্য ক্যাপচা ওয়েবসাইট গুলো কাজ করে থাকে।
কিভাবে 2captcha একাউন্ট খুলতে হয়?
2Captcha হচ্ছে অনলাইনে উন্মুক্ত আয়ের একটি মাধ্যম, এই সাইটে একাউন্ট খোলার জন্য আপনাকে কোনো ফ্রী দিতে হবে না বা আপনাকে কোনো রকম ডিপোজিট ফান্ড জমা করার প্রয়োজন নেই।
কিন্তু 2Captcha ওয়েবসাইট সাইটে একাউন্ট খোলার জন্য আপনাকে একটি টেস্ট পরিক্ষা দিতে হবে, এর কারণ হলো লক্ষ্য করুন শুরুতেই বলেছি অন্যান্য আউটসোর্সিং প্লাটফর্মে আপনি ফ্রীতে একাউন্ট খুলতে পারবেন না কিন্তু 2Captcha ওয়েবসাইটে ফ্রীতে একাউন্ট খোলতে পারছেন।
আপনাকে ৪১-৪৩ টি ক্যাপচা পূরণ করতে হবে এবং সঠিক উত্তর প্রদান করে বিজয়ী হতে হবে।
2Captcha ওয়েবসাইটে সহজেই একাউন্ট খোলার নিয়ম ও বিস্তারিত জানতে এই ভিডিও টি দেখুন এখানে ক্লিক করুন
2captcha থেকে কি পরিমাণ আয় করা যায়
আর্টিকেল লিখার শুরুতেই বলেছিলাম আপনাকে দূত গতির টাইপিং জানতে হবে।
আর এজন্যই এ কথাটা বলা হয়েছিল কারণ 2Captcha প্রতিটি কাজের বিনিময়ে ভিন্ন ভিন্ন রেট প্রদান করে স্বাভাবিক ভাবে বলা যায় ১০০০-হাজার ক্যাপচা পূরণের বিনিময়ে ২-ডলার থেকে ২.৫-ডলার পর্যন্ত ইনকাম করা যায়।
এখন মোট কথা হলো আপনার টাইপিং স্পিডের উপর নির্ভর করবে আপনার ইনকাম।
2captcha তে কখন বেশি কাজ পাওয়া যায়
2Captcha তে বেশি রেটে ও অধিক কাজ পাওয়ার জন্য রাত ১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত কাজের চাহিদা বেশি থাকে এবং এ সময় কাজের মূল্য ও বেশি।
তবে, সাধারণত সব সময় কাজ করতে পারবেন।
রেজিস্ট্রেশন করুন
পেমেন্ট
আপনি যখন 2Captcha তে কাজ শুরু করবেন অর্থাৎ Start work প্রতি কাজের ট্রাক্স কমপ্লিট হওয়ার আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে।
উত্তোলন
বাংলাদেশ থেকে টাকা উঠানোর জন্যে পায়জা মেথড অথবা কিপটুকারেন্সি ব্যবহার করতে পারেন।