About

স্বপ্নকুড়ি
সফলতার গল্প
স্বপ্নকুড়ি ব্লগ শুরু ও শেষের গল্প নিয়েই আয়োজন করেছি সফলতার গল্প। 
আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল প্রচুর এবং স্বপ্ন দেখতে বেশ ভালো লাগতো আমার।
এখনো আমি প্রচুর স্বপ্ন দেখি, স্বপ্নের মাঝেই আমি এক অনন্য তৃপ্তির স্বাদ অনুভব করি। 
নিজেকে কখনো ছোট করে ভাবতে ইচ্ছে করে না আমার, কেননা আমার রাজ্যে (কল্পনার জগত) তো আমিই রাজা।

স্বপ্নকুড়ির যাত্রাকাল ২০১৫
স্বপ্নকুড়ি ব্লগ চালু করার পিছনে আমার কিছু উদ্দেশ্য রয়েছেঃ- 
যেমনঃ বাংলা ভাষায় অনেক ওয়েবসাইট রয়েছে, আমিও ভার্চুয়াল জগতের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। 
বাংলায় টেকনোলজি, আউটসোর্সিং বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি। 
প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালনে স্বপ্নকুড়ি সর্বাত্বক চেষ্টা করে চলেছে...
প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তি সম্পর্কে উন্নত জ্ঞান প্রদানের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। 
সমাজে পিছিয়ে পড়া মানুষ গুলোকে ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসা ও প্রান্তিক পথে অনলাইন প্রযুক্তির ডাটাবেজ তৈরি করা সহ অনলাইন সেবাকে হাতের নাগালে পৌঁছে দেওয়া যা প্রক্রিয়াগত পরিকল্পনায় অন্তর্ভূক্ত হয়েছে। 

আউটসোর্সিং এর মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে (বাংলাদেশ সরকার ঘোষিত) কর্মসূচি সফলে সহযোগী হিসেবে কাজ করা। 
প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত ও প্রযুক্তি অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

স্বপ্নকুড়ি সম্পর্কে
এই ব্লগটি আমার খুব প্রিয় এবং এই এখানে আমি ভালোবাসা দিয়ে কাজ করি, আমার লুকিয়ে থাকা স্বপ্নটাকে খুজি।
চেষ্টা করি সামান্য কিছু তথ্য দিয়ে হলেও কারও উপকারে আসার।
এই ব্লগে একটি আর্টিকেল লিখার আগে কমপক্ষে ১০০-বার চিন্তা করি, আর্টিকেলটি কারও উপকারে আসবে কি না?
কারণ সব সময় চেষ্টা করি ভালো দিক গুলো ফুটিয়ে তোলার যাতে করে আমার ব্লগে আর্টিকেল পড়ে কেউ উপকৃত হয় এবং বাজে দিক গুলো খুব সহজেই ক্লিয়ার করে বলে দেই যে কাজটা হয়তো বা অন্য ব্লগাররা করতে চায় না বা বিশেষ প্রয়োজনে করেও না।

এই ব্লগে আমি প্রায় সময় বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আলোচনা করি এবং তোলে ধরার চেষ্টা করি ভিতরে কথা গুলো, কারণ আমি কাউকে কখনো অতি প্রলোভন দেখাতে পারিনা। 
যা সত্য তাই বলি, আর যা মিথ্যা তা প্রকাশ করি।

চেষ্টা করি সব সময় সঠিক তথ্য প্রদান করতে, তবে আমারও ভূল হতে পারে যা আমি সব সময় বিশ্বাস করি এবং সংশোধন হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি।
আমি সব সময় চেষ্টা করি, আমার ব্লগের প্রাণ অর্থাৎ ভিজিটরদের সাথে কমিনিউকেশন রাখার।
আমি সব সময় প্রত্যাশা করি, আমার সম্মানিত ভিজিটরগণ আমার ভুল গুলো যেন ধরিয়ে দেয়,
কোনো রকম সমস্যা বা সাহায্যের প্রয়োজন পড়লে আমার সাথে সরাসরি অথবা কমেন্ট বক্স, ফেসবুক, ইমেইল বা যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন সমস্যা সম্পর্কে বিস্তারিত শেয়ার করুন, যথাযথ ভাবে চেষ্টা করবো সমাধান করার।
সবকিছু মিলিয়ে ই আমার স্বপ্নের স্বপ্নকুড়ি 

আশাকরি সব সময় পাশে থাকবেন
প্রয়োজনে যোগাযোগ করুন
Facebook Page:-swapnokuri 
Email :-admin@swapnokuri.xyz

Contact Form