আজকের লেখাটি নতুন বা পুরাতন যেকোনো শ্রেনীর ওয়েবসাইট ব্যবহার কারীদের জন্য মনোযোগ সহকারে পড়ার আহবান রইলো।
আমরা অনেকেই জানি Responsive ব্লগ বা ওয়েবসাইট গুলো সর্বাদিক জনপ্রিয় হয় এবং এই Responsive ব্লগগুলি traffic ধরে রাখতে অধিক সক্ষম।
Responsive ব্লগ টেমপ্লেট গুলো আধুনিক ডিজাইন ও যেকোনো ডিভাইসে ব্যবহার উপযোগী করে তৈরী করা হয়।
কিছু বছর পূর্বেও এধরনের সুযোগ সুবিধা ছিল না, বর্তমানে Responsive ব্লগ প্রফেশনাল ডিজাইনে উন্নিত হয়েছে।
আর এখন প্রত্যেকেই তার নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটকে Responsive ডিজাইনে তৈরী করতে চায়।
প্রফেশনাল ব্লগ ডিজাইনারদের মাধ্যমে তৈরী করা হয়েছে Responsive টেমপ্লেট যা ব্যবহার উপযোগী করা হয়েছে যেমনঃ মোবাইল ডিভাইস, টেবলেট ডিভাইস, ডেক্সটপ ডিভাইস কম্পিউটার ইত্যাদি।
Responsive ব্লগ নির্দিষ্ট ডিভাইসে নির্দিষ্ট আকার ও ডিজাইনে পরিনত হয়, যার ফলে ব্লগে কোনো আর্টিকেল পড়তে ও দেখতে কোনোরকম অসুবিধা হয় না।
যেকোনো Responsive ব্লগ সাধারণ ব্লগের চাইতে অধিক স্পীড বেশি হয়।
প্রফেশনাল মানের ব্লগ গুলো দেখবেন সকল ডিভাইসে একই রকম দেখাবে।
মোবাইল ও টেবলেট ব্যবহারকারী ব্রাউজ করার পর ব্লগের ডিজাইন একই রকম দেখতে পাবে এবং ডেক্সটপ লেপটপ ও কম্পিউটার ব্যবহারকারী ডিভাইসে একই রকম ডিজাইন দেখাবে।
একই ব্লগ ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে যেমনঃ মোবাইল, টেবলেট, ডেক্সটপ, লেপটপ বা কম্পিউটার থেকে ভিজিট বা আর্টিকেল পড়তে সমস্যা হয় না বরং সহজ হয়।
আর্টিকেল সহজে পড়তে পারার কারণে, আর্টিকেল পাঠক বিমুখ হয় না।
এবং যেকোনো ডিভাইসের ভিজিটর বেড়ে যায় ও ক্রমাগত অব্যাহত থাকে।
সাধারন ব্লগ গুলো মোবাইল দিয়ে ব্রাউজ করলে সহজে আর্টিকেল পড়া যায় না এবং স্পীড সর্বোনিম্নে নেমে আসে যার ফলে পাঠক বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে যায়।
এবং আর্টিকেল জুম করা ছাড়া সহজে পড়া যায় না।
এজন্য অনেক ভিজিটর এই ধরনের ব্লগ পড়তে চায়না ও ভিজিটর কমে যায়।
Responsive কি?
সহজ কথায় বললে একটি ব্লগের নির্দিষ্ট ডিজাইন ভিন্ন ভিন্ন ডিভাইসে বিভক্ত হয়ে একই উদ্দেশ্যে প্রতিফলন ঘটায় এবং ভিজিটর দ্বারা যে কোনো ডিভাইসে ব্রাউজ করার মাধ্যমে ভিন্ন ডিজাইন দেখা ও ব্লগ উপস্থাপন করা।
একই সাথে সকল ডিভাইসের উপযোগী ব্লগকেই Responsive টেমপ্লেট বলে।
Responsive টেমপ্লেট এ এডসেন্সের গুরুত্ব
আপনার ব্লগ যদি গতিসম্পন্ন না হয় ভিজিটরদের কাছে বিরক্তিকর মনে হবে।
Responsive টেমপ্লেট মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের কাছে অধিক আকর্ষনীয় কারন Responsive টেমপ্লেট ব্যবহার করা ব্লগে গতিশক্তি বেশি পাওয়া যায়, যা ভিজিটরদের আকর্ষন করে।
গুগল সার্চ ইঞ্জিন Responsive টেমপ্লেট দিয়ে ডিজাইন করা ব্লগগুলিকে বেশি হাইলাইট করে।
এডসেন্স বিজ্ঞাপনের মাধ্যমে বেশি আয় করার সুযোগ করে দেয় যা সাধারণ ব্লগের চেয়ে অধিক গুণ বেশি।
কারণ Responsive ব্লগে সব ধরনের এড শো করো যা সাধারণ ব্লগে করে না।
আপনার ব্লগ Responsive কি না যাচাই করতে এখানে ক্লিক করুন
আমার এ ব্লগটি সম্পর্কে নিচে একটি ধারণা দেওয়া হলো।
ব্লগের সুবিধাঃ
Responsive ব্লগগুলি সহজে সাফল্য অর্জন করে, ব্লগগুলি সর্বোচ্চ SEO Friendly করা হয়।
Responsive ব্লগ সকল ডিভাইসে এডজাস্টমেন্ট হয়।
যার ফলে ভিজিটর সহজেই আর্টিকেল পড়তে পারে।
সকল ধরনের ডিভাইসে ব্যবহার উপযোগী বলে
ভিজিটর বৃদ্ধি পায়।
এডসেন্সের মাধ্যমে দ্বিগুণ আয় বৃদ্ধি করা যায়।
আপনার ব্লগটি যদি Responsive ডিজাইনের না হয় কি করবেন।
আপনি দুইভাবে Responsive ডিজাইনের ব্লগ তৈরী করতে পারবেন যেমনঃ ফ্রীতে বা ডিজাইনার দ্বারা ডিজাইন করিয়ে আর আপনি যদি পারেন তাহলে তো কথাই নেই।
ফ্রীতে কিভাবে
ফ্রীতে Responsive টেমপ্লেট নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট মাধ্যম রয়েছে যেমনঃ ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস এছাড়াও বিভিন্ন উপায় তো রয়েছেই আপনি যেকোন একটি মাধ্যম ট্রাই করতে পারেন।
ডিজাইনার দ্বারা কিভাবে
আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগ তৈরি করতে চান তবে, আমাদের দেশে বর্তমানে প্রচুর প্রফেশনাল মানের ডিজাইনার রয়েছে যারা টাকার বিনিময়ে অন্যজনের কাজ করে দেয় পাশাপাশি আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যার সমাধান করে দেয়।