আর্টিকেল এবং টেক আর্টিকেল ও টিউটোরিয়াল লিখে আয় করুন মাসে ১৭০০০ টাকা

প্রযুক্তি এখন আমাদের নিয়ে গেছে এক অনন্য ধারায়,
খোলে দিয়েছে সম্ভাবনার দোয়ার তৈরী হয়েছে আয় রোজগারের বহু পথ।
শুধু জ্ঞান আর সময় ব্যবহার করে পৌঁছে দিতে পারি নিজেকে সফল ব্যক্তির স্থানে।

আপনি অবশ্যই একজন প্রযুক্তির পাঠক আর পাঠক বলেই এই আর্টিকেলটি আপনি পড়ছেন।
পড়ার পাশাপাশি আপনি যদি একজন ভালো লেখক হন?
তবে আপনাকেও আজকের এই সফল প্রযুক্তি খোঁজে বেড়াচ্ছে!
শুধু প্রয়োজন দৃঢ় প্রতিজ্ঞা ও কাজের মনোবল।
স্বপ্নকুড়ি লেখক ফোরাম আয়োজন করেছে, আপনার জন্য এক বিশাল সুযোগ নিজেকে সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার।

স্বপ্নকুড়ি গ্রাম উন্নয়ন
স্বপ্নকুড়ি মূলত প্রযুক্তি ও অবহেলিত মানুষের উন্নয়নের কথা বলে।
যারা এখনো আধুনিক যুগে প্রযুক্তি থেকে দূরে রয়েছে ও প্রযুক্তি ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে সচেতন নয়, তাদের বুঝানোর চেষ্টা করে।
গ্রামের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে, উন্নয়ন মূলক তথ্য সরবরাহ করে যাতে করে মানুষ অনুপ্রাণিত হয়ে উন্নয়ন মূলক কাজের দিকে এগিয়ে যায়।
এখানে প্রযুক্তি ও উন্নয়ন মূলক কাজের চিন্তা মাথায় রেখে দুই ধরনের লেখকদের নিয়ে আয়োজন করা হয়েছে (স্বপ্নকুড়ি সফলতার গল্প)
এখানে আপনাকে এক্সপার্ট লেখক হতে হবে না, তাই বলে সাধারণ জ্ঞান না থাকলে চলবে না অবশ্যই আপনাকে সাধারণ জ্ঞানের অধিকারী হওয়া দরকার।
যখন আপনি প্রযুক্তি নিয়ে টিউটোরিয়াল লিখবেন, অবশ্যই সঠিক তথ্য ও মানের দিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।
তবে আমাদের এক্সপার্ট টিম প্রয়োজন ক্ষেত্রে সহযোগিতা করবে।
উন্নয়ন মূলক টিউটোরিয়ালের ক্ষেত্রে একই নিয়মনীতি অবলম্বন করতে হবে।
অনুপ্রেরণা মূলক টিউটোরিয়াল লেখার আগে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে কোনো রকম মিথ্যা তথ্য দিয়ে টিউটোরিয়াল লিখা যাবে না।

স্বপ্নকুড়ি সফলতার গল্প কাকে খুঁজছে?

প্রযুক্তি
আপনার যদি টেক সম্পর্কিত টিউটোরিয়াল লেখার আগ্রহ ও নূন্যতম অভিজ্ঞতা থাকে যেমনঃ
ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, ওয়েব হোস্টিং, ওয়েব ডোমেইন ও সাব ডোমেইন, ওয়েবসাইট, অ্যাপস্ রিভিউ, এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব, ফেসবুক সম্পর্কিত সিকিউরিটি টিপস্ ও অন্যান্য প্রযুক্তি বিষয়ক আর্টিকেল।

অনুপ্রেরণা মূলক
যেমন ধরুন আপনার অথবা আপনার পরিচিত কারও সফলতা ও সফল হওয়ার গল্প, সামাজিক উন্নয়ন মূলক পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কিত তথ্য, সমবায় সফলতার পরিকল্পনা ও বাস্তবায়ন, সাদা মনের মানুষ ও ইত্যাদি। 
আপনি এর মধ্য থেকে যদি, যেকোনো টপিক নিয়ে আর্টিকেল লিখতে পারেন?
তবে আমাদের (স্বপ্নকুড়ি সফলতার গল্প) ফোরামে যোগদিন। 

আপনার লেখা আর্টিকেল অবশ্যই পাঠক আকর্ষনীয় হতে হবে।
আপনার লেখায় শিক্ষনীয় মূলধারা বজায় রাখতে হবে ও সঠিক তথ্য উপাত্ত সংযোজন করতে হবে এবং পাঠকের বিশ্বাস্তা অর্জন করতে হবে। 
এক্সপার্ট টিম প্রয়োজন ক্ষেত্রে ইডিটিং করবে ও আপনাকে সাহায্য করবে। 

সতর্কতা
কন্টেন্ট লেখার ক্ষেত্রে শব্দচয়ন ও বানানের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। 
আর্টিকেল লেখার ক্ষেত্রে কোনো রকম প্রযুক্তির সহায়তা নেওয়া যাবেনা ও কপি করা কন্টেন্ট দেওয়া যাবেনা। 
কপি করা কন্টেন্ট কি?
একটু ক্লেয়ার করে বলি- যেমন ধরুন আপনি বর্তমানে আমার এই আর্টিকেলটি পড়ছেন এবং এটিকে কপি করে অন্য কোনো ব্লগে পাবলিশ করার জন্য দিলেন এটিকেই বলা হয় কপি রাইট কন্টেন্ট।
এতে করে কি হয়ঃ- প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে মহুর্তের মধ্য ধরা পড়ে যাবে এটি কপিরাইট কন্টেন্ট এবং গুগল এটিকে সয়ংক্রিয় ভাবে মুছে দিবে অথবা ওয়েবসাইটটি কে সাসপেন্ড করে দিবে।
এখন আপনি নিজেই লক্ষ্য করে দেখুন সামান্য ভুলের জন্য কি পরিমাণ ক্ষতি হতে পারে তাই সতর্কতা বাঞ্ছনীয়। 

আর আপনি যদি আমার এই আর্টিকেলটি ফলো করে আমার চেয়েও সুন্দর ও গুছিয়ে উপস্থাপন করতে পারেন নতুন নতুন তথ্য সংযোজন করতে পারেন সেক্ষেত্রে একই বিষয় নিয়ে একাধিক আর্টিকেল থাকা অ-বাঞ্ছনীয় নয়।

কেন (স্বপ্নকুড়ি সফলতার গল্প) ফোরামে জয়েন করবেন?
আপনার টিউটোরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন উদ্যোগতা তৈরি হবে নিজেকে স্বাবলম্বী করার অনুপ্রেরনা যোগাবে এবং সফলতার দিকে পৌঁছাতে উদ্বুদ্ধ হবে।
নানান রকম সমস্যার সমাধান খোঁজে পাবে।
সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে হয় সে সম্পর্কে জানতে পারবে তাও আবার সম্পূর্ণ ফ্রীতে।

প্রতিমাসে সর্বোচ্চ কন্টেন্ট লিখে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার! 

লেখক সম্মানি
১৫০০+ ওয়ার্ডের একটি আর্টিকেল লিখার জন্য আপনি পাবেন ৫০০ টাকা।
আপনার আর্টিকেল জমা দেওয়ার পর আমাদের এক্সপার্ট টিম প্রযুক্তির সহায়তায় পর্যালোচনা করে ৭২ ঘন্টার মধ্যে আপনার টিউটোরিয়াল পাবলিশ করবে।
প্রতিমাসে ২টি আর্টিকেল লিখতে পারবেন।

৯০০+ ওয়ার্ডের আর্টিকেল লিখে ২২০ টাকা (প্রতি আর্টিকেল) উপার্জন করা যাবে এবং এক্সপার্ট টিমের সহায়তায় প্রকাশ করা হবে।
প্রতিমাসে ৫টি আর্টিকেল লিখতে পারবেন।

৪০০+ ওয়ার্ডের নিয়মিত লেখক আর্টিকেল লিখে (প্রতি আর্টিকেল) ১০০ টাকা পর্যন্ত উপার্জন করা যাবে।
প্রতি মাসে ১৫০ টি আর্টিকেল লিখতে পারবেন।

বিশেষ সুবিধা 
আপনার বাড়তি আয়ের জন্য টিউটোরিয়ালে প্রতিষ্ঠিত কোম্পানি বা ওয়েবসাইটের রেফারেল লিংক ব্যববহার করতে পারবেন।
অবশ্য ভূয়া কোনো সাইটের রেফারেল ব্যবহার বা সমর্তন যোগ্য নয়।

পেমেন্ট 
আমাদের এক্সপার্ট টিম যাচাই বাচাই শেষে, আপনার লেখা আর্টিকেল পাবলিশ করবে এবং আর্টিকেল পাবলিশ করার ৭২ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট জমা হয়ে যাবে।

পেমেন্ট পদ্ধতি  
আপনি পেমেন্ট নিতে পারবেন বিকাশ বা রকেট এর মাধ্যমে। 

স্বপ্নকুড়ি সফলতার গল্প - প্রোগ্রামে জয়েন করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন
আপনাকে স্বপ্নকুড়ির নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে Apply করতে হবে তার জন্য Apply Now তে ক্লিক করে কর্নফাম করতে হবে।
পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করতে হবে। 
আপনি নিয়মিত লেখক না অনিয়মিত লেখক উল্লেখ করতে হবে।
সক্রিয় ইমেইল দিতে হতে যাহার মাধ্যমে আপনার সাথে সার্বোক্ষণিক যোগাযোগ করা হবে। 

যারা অনিয়মিত লেখক হিসেবে মনোনীত হবেন, তাদেরকে নির্দিষ্ট ক্যাটাগরির টপিক লিখতে হবে।
যা (স্বপ্নকুড়ি সফলতার গল্প) থেকে টপিক দেওয়া হবে এবং নির্দিষ্ট ওয়ার্ডের মধ্য লিখতে হবে।

নিয়মিত লেখক 
যারা নিয়মিত লেখক হতে চান, তাদের জন্য নির্দিষ্ট কোনো ক্যাটাগরি থাকবে না।
যেকোনো টপিকের উপর আর্টিকেল লিখতে পারবেন।

স্বপ্নকুড়ি গ্রাম উন্নয়ন অফিশিয়াল ভাবে আপনার আর্টিকেল রিভিউ করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে।

স্বপ্নকুড়ি এক্সপার্ট টিম আপনার আর্টিকেল লেখা, এডিট করা ব্লগে পাবলিশ করা পর্যন্ত সহযোগিতা করবে।

স্বপ্নকুড়ি সফলতার গল্প- প্রোগ্রামে কাজ করার শর্তাবলী
  •  আপনার পাঠানো আর্টিকেল অবশ্যই শুধু মাত্র স্বপ্নকুড়ির উদ্দেশ্যে লিখতে হবে। 
  • আর্টিকেল অবশ্যই আপনার লিখা হতে হবে।
  • কোনো রকম কপি করা আর্টিকেল গ্রহন যোগ্য নয়। 
  • আপনার আর্টিকেল অবশ্যই স্বপ্নকুড়ি ব্লগে সবার আগে প্রকাশিত হতে হবে।
  • আপনার লেখা আর্টিকেল পূর্বে কোনো ব্লগ/ ওয়েবসাইট এ পাবলিশ করা যাবে না, যা (কপিরাইট) হিসেবে ধরা গণ্য।
  • স্বপ্নকুড়ি সফলতার গল্প - অবশ্যই বাংলায় আর্টিকেল লিখতে হবে এবং শব্দচয়নের দিকে গুরুত্ব দিতে হবে।
  • আর্টিকেল অবশ্যই সহজ ভাষায় এবং পাঠক মুগ্ধ হতে হবে।
  • সয়ংক্রিয় অনুবাদকৃত আর্টিকেল পাঠানো যাবে না।

স্বপ্নকুড়ি গ্রাম উন্নয়ন 
স্বপ্নকুড়ি যেকোন আর্টিকেল পাবলিশ করার পূর্বে, আপনার পাঠানো প্রতিটা আর্টিকেল গুরুত্ব সহকারে রিভিউ করবে। 
আর্টিকেল যদি প্রতিটা শর্ত পূরণ করার মাধ্যমে মনোনীত হয়।
তখন সেই আর্টিকেল পেমেন্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

কোনো রকম প্রতারনা মূলক আচরণ ধরা পড়লে সকল ধরনের লেনদেন হোল্ড হয়ে যাবে।

স্বপ্নকুড়ি এই প্রোগ্রামের সকল দায়দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। 
যেকোনো সময় নিয়মনীতি পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখে।



1 Comments

  1. আমি লিখতে আগ্রহি।
    আমি কি নিয়মিত পেমেন্ট পাবো?

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form