flipoly কি? এবং ফ্লিপোলি থেকে আয় করুন

flipoly কি, ফ্লিপোলি থেকে আয় করুন, flipoly তে ক্রয়বিক্রয়, ডিজিটাল পণ্য বাজার, এফিলিয়েট লিংক, Affiliate flipoly, flipoly Affiliates,
আজকে একটি আউটসোর্সিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, আশাকরি ওয়েবসাইটটি আপনাদের পছন্দ হবে।
কারণ এই ওয়েবসাইটে খুব সহজেই আয় করার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে।
এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য এই ওয়েবসাইটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি তাছাড়া গ্রাফিক্স ডিজাইনারদের জন্য হতে  পারে আয়ের সেরা প্লাটফর্ম।

এই ওয়েবসাইটে অল্প অভিজ্ঞতা নিয়েও সফলতা অর্জন করা সম্ভব, কারণ এই প্লাটফর্মটিতে রয়েছে রেসপন্সিবিলিটি মোড যে কারণে যেকোনো ডিভাইস দিয়ে কাজ করা যায়।
এই ওয়েবসাইটটি সম্পর্কে সচ্ছ ধারণা পেতে আমাদের সাথে থাকুন, নিয়মিত ধারাবাহিক আর্টিকেল গুলো পড়ুন।
আপনি যদি এই ওয়েবসাইটে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনার সবকিছু জানা প্রয়োজন A-Z পর্যন্ত।

আজকে আমি বেসিকঃ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং শুরু করার প্রক্রিয়া গুলো জানাবো।

তাহলে চলুন flipoly সম্পর্কে প্রাথমিক তথ্য গুলো জেনে নেই

ফ্লিপোলি ওয়েবসাইটটির কর্পোরেট অফিস কানাডায় অবস্থিত এবং ২০১৮ সালে অনলাইন জগতে যাত্রা শুরু করে।
flipoly  আউটসোর্সিং জগতে রয়েছে বেপক সুনাম, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অনলাইনে রয়েছে ফ্রিল্যান্সারদের জন্য উন্মুক্ত প্লাটফর্ম।
আপনার মাঝে কাজের ক্রিয়েটিভিটি থাকলে আপনিও হতে পারেন flipoly  সদস্য।

আপনি যে কাজ পারেন তা বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারবেন সহজেই, আপনার কাজ সাবমিট করার পর মূল্য নির্ধারন করে দিতে হবে এবং আপনার পণ্য বিক্রয় শেষে আপনি পাবেন ৭০% এবং ৩০% পাবে flipoly.
এছাড়াও এই ওয়েবসাইটের পণ্য এফিলিয়েট মার্কেটিং করে আয় করে নিতে পারেন নির্ধারিত মূল্যের ১৫%
কিভাবে জয়েন্ট করবেন
Register এ ক্লিক করে flipoly  ওয়েবসাইটে প্রবেশ করুন এবার ইমেইল, ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিন সবশেষে আপনার দেশ সিলেক্ট করুন এবং রেজিস্টার বাটনে ক্লিক করে অপেক্ষা করুন।
রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকলে এবার লগইন করুন।
লগইন করার পর আপনার প্রোফাইলে যান এবং আপনার নাম ঠিকানা দিয়ে সেভ করুন।
মনে রাখা প্রয়োজন এখানে আপনি ভুল কোনো তথ্য দিতে যাবেন না কারণ আপনার উপার্জনকৃত অর্থ উত্তোলনের সময় আপনার সঠিক তথ্য যাচাই বাচাই করা হবে।
তাছাড়া আপনি চাইলে আপনার ব্যাংক একাউন্টের সাথে মিল রেখে তথ্য দিতে পারেন।

উত্তোলন পদ্ধতি
আপনার উপার্জন করা অর্থ মিনিমাম ১০-ডলার হলেই উত্তোলন করতে পারবেন।

এফিলিয়েট কিভাবে করবেন
প্রথমে আপনি flipoly ওয়েবসাইটে সাইনআপ করে লগইন করুন তারপর সেলস অপশনে ক্লিক করে ডিজিটাল মার্কেট প্লেসে প্রবেশ করুন।
এবার আপনার পছন্দ মতো প্রোডাক্ট সিলেক্ট করুন তারপর নিচের দিকে লক্ষ্য করুন Affiliate Link অপশনটি দেখতে পাবেন এবং ক্লিক করুন।
অটোমেটিক এফিলিয়েট লিংক জেনারেট হয়ে যাবে এবার এটাকে কপি করুন এবং সোস্যাল মিডিয়া অথবা আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিন।
এছাড়াও আপনার যদি ব্লগ বা ইউটিউব থাকে তাহলে রিভিউ দিতে পারেন।

আজ এই পর্যন্ত বাকী পর্ব গুলো দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন এবং ওয়েবসাইটটি আপনার কাছে কেমন লেগেছে এবং উপকৃত হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post

Contact Form