আউটসোর্সিং করার চিন্তাভাবনা মাথায় থাকলে এবং আপনি যদি অনলাইন প্লাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে মাইক্রোওয়ার্কারস দিয়ে শুরু করুন।
মাইক্রোওয়ার্কারস দিয়ে শুরু করতে এই জন্য বললাম, এই ওয়েবসাইটে অভিজ্ঞতা ছাড়াও আউটসোর্সিং করে উপার্জন করার সুযোগ আছে।মাইক্রোওয়ার্কারস ওয়েবসাইটে ছোট ছোট কাজের বিনিময়ে উপার্জন করা যায় এই ওয়েবসাইটের বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলো করে আপনি উপার্জন দ্বিগুণ বৃদ্ধি করতে পারেন।
মাইক্রোওয়ার্কারস ওয়েবসাইট অনলাইন প্লাটফর্মে আসে August-30 2013 সালে, এখন পর্যন্ত অটল বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছে নতুন নতুন উদ্দোগতা নিয়ে।
এই ওয়েবসাইটে আপনি যেমন কাজ করে উপার্জন করতে পারেন, ঠিক একই ভাবে আপনার প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারেন।
এই ওয়েবসাইটে যুক্ত হওয়ার জন্য আপনার বয়স অবশ্যই ১৮-বছর বা তার বেশি হতে হবে।
কিভাবে মাইক্রোওয়ার্কারসে যুক্ত হবেন
প্রথমেই আপনাকে মাইক্রোওয়ার্কারস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর থ্রি-ডট আইকনের উপর ক্লিক করে REGISTER অপশনে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করার পর সাইনআপ ফর্ম ওপেন হবে এবার ভালো করে লক্ষ্য করুন ও সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন।অবশ্যই আপনার তথ্য সঠিক দিতে হবে কারণ আপনার উপার্জনকৃত অর্থ উত্তোলনের জন্য মাইক্রোওয়ার্কারস থেকে চিঠির মাধ্যমে পিন ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার ঠিকানায়।
এবার রেজিস্ট্রেশন কনফার্ম হওয়ার পর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন তারপর আপনার দেওয়া মোবাইল নম্বরটি ভেরিফাই করুন।
কি কি জব করা যায়
এখানে যেসকল কাজ গুলো করতে পারবেন যেমন ধরুনঃ- আপনি একটি ওয়েবসাইট ভিজিট করলেন এবং ওয়েবসাইট ভিজিট করার বিপরীতে আপনি কিছু অর্থ উপার্জন করলেন।
এছাড়াও রয়েছে সোস্যাল মিডিয়া আপনি এখানে লাইক শেয়ার অথবা একাউন্ট করে অর্থ উপার্জন করতে পারবেন উল্লেখযোগ্য আরও অনেক কাজ রয়েছে যে গুলো করে সহজেই আয় করতে পারবেন।
কি পরিমাণ অর্থ উপার্জন করা যায়
শুরুতেই অবগত করেছি, এখানে অভিজ্ঞতা ছাড়াও ইনকাম করা যায় ছোট ছোট কাজের বিনিময়ে এবং সেই সাথে এটাও মনে রাখতে হবে এখানে আপনি চাইলেই দৈনিক হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন না।
এখানে কাজ যেমন ছোট, টাকার পরিমানও ছোট।
কাজের উপর নির্বর করে আয় যেমন আপনি একটি কাজের বিনিময়ে ০.০৫ ডলার থেকে ৪.৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
ধরে নিলাম আপনি দৈনিক ৩ ঘন্টা কাজ করেন বা করবেন মাইক্রোওয়ার্কারসে, প্রতি ৩ ঘন্টায় ২৫-টি কাজ কমপ্লিট করতে সক্ষম হন এবার প্রতি কাজের গড় আয় ৪০ সেন্ট।
তাহলে সর্বোমোট আয় দাড়াবেঃ-
৪০×২৫=১,০০০ সেন্ট
১,০০০÷১০০=১০ ডলার
প্রতিমাসে আয় করা যাবে
১০×৩০=৩০০ ডলার
৩০০×৮০=২৪,০০০ টাকা
মাইক্রোওয়ার্কারসে কাজ করার সতর্কতা
মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন এই ওয়েবসাইটটি রেসপন্সিব।
তাই সকল ডিভাইসেই কাজ করা যায় এবং সকল কাজ সম্পর্কে ধারণা অর্জন হয় ও সহজেই আয় করা যায়।
মাইক্রোওয়ার্কারস দুই ভাগে বিভক্ত নরমাল ও হায়ার দুই ক্যাটাগরির কাজ করতে পারেন।
লগইন করার পর ফাস্ট পেইজে ছোট ছোট কাজ গুলো দেখতে পাবেন এখন আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে জব টাইটেলে দেওয়া ডেসক্রিপশন পড়ুন এবং ভালোভাবে বুঝার চেষ্টা করুন আপনি এই কাজটি পারবেন কি না?
যদি আপনার মনে হয় কাজটি করতে পারবেন তাহলে ক্লিক করে কাজটি কমপ্লিট করে ফেলুন এবং এমপ্লয়ারের কাছে কাজ জমা দিন।
এবার এমপ্লয়ার আপনার কাজের রিভিউ করবে এবং কাজটি সঠিক হলে নির্ধারিত অর্থ আপনার মেইন একাউন্টে জমা হবে।
আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে ক্রটিপূর্ণ কাজ জমা দিবেন না কারণ আপনার র্যাশিও কমে যাবে আর র্যাশিও ৭৫% এর নিচে চলে আসলে আপনার একাউন্ট সাসপেন্ড অথবা আগামী ১মাসের জন্য কাজ করতে পারবে না।
টাকা উত্তোলন পদ্ধতি
দীর্ঘদিন পরিশ্রম করার পর আপনার কাঙ্খিত অর্থ উত্তোলনের পদ্ধতি নিয়ে বিস্তারিত জানুন, মাইক্রোওয়ার্কারসে সর্বনিম্ন ৯ ডলার অর্থ উপার্জন হলেই উত্তোলন যোগ্য বলে বিবেচিত হবে।
তবে প্রথমে আপনাকে অ্যাড্রেস ভ্যারিফাই করে নিতে হবে এবং পেওনিয়ার, স্ক্রিল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি মেথহডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
আপনার কোনোকিছু জানার থাকলে কমেন্ট করুন এবং ভালো লাগলে আর্টিকেলটি শেয়ার করুন।
কি কি জব করা যায়
এখানে যেসকল কাজ গুলো করতে পারবেন যেমন ধরুনঃ- আপনি একটি ওয়েবসাইট ভিজিট করলেন এবং ওয়েবসাইট ভিজিট করার বিপরীতে আপনি কিছু অর্থ উপার্জন করলেন।
এছাড়াও রয়েছে সোস্যাল মিডিয়া আপনি এখানে লাইক শেয়ার অথবা একাউন্ট করে অর্থ উপার্জন করতে পারবেন উল্লেখযোগ্য আরও অনেক কাজ রয়েছে যে গুলো করে সহজেই আয় করতে পারবেন।
কি পরিমাণ অর্থ উপার্জন করা যায়
শুরুতেই অবগত করেছি, এখানে অভিজ্ঞতা ছাড়াও ইনকাম করা যায় ছোট ছোট কাজের বিনিময়ে এবং সেই সাথে এটাও মনে রাখতে হবে এখানে আপনি চাইলেই দৈনিক হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন না।
এখানে কাজ যেমন ছোট, টাকার পরিমানও ছোট।
কাজের উপর নির্বর করে আয় যেমন আপনি একটি কাজের বিনিময়ে ০.০৫ ডলার থেকে ৪.৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
ধরে নিলাম আপনি দৈনিক ৩ ঘন্টা কাজ করেন বা করবেন মাইক্রোওয়ার্কারসে, প্রতি ৩ ঘন্টায় ২৫-টি কাজ কমপ্লিট করতে সক্ষম হন এবার প্রতি কাজের গড় আয় ৪০ সেন্ট।
তাহলে সর্বোমোট আয় দাড়াবেঃ-
৪০×২৫=১,০০০ সেন্ট
১,০০০÷১০০=১০ ডলার
প্রতিমাসে আয় করা যাবে
১০×৩০=৩০০ ডলার
৩০০×৮০=২৪,০০০ টাকা
মাইক্রোওয়ার্কারসে কাজ করার সতর্কতা
মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন এই ওয়েবসাইটটি রেসপন্সিব।
তাই সকল ডিভাইসেই কাজ করা যায় এবং সকল কাজ সম্পর্কে ধারণা অর্জন হয় ও সহজেই আয় করা যায়।
মাইক্রোওয়ার্কারস দুই ভাগে বিভক্ত নরমাল ও হায়ার দুই ক্যাটাগরির কাজ করতে পারেন।
লগইন করার পর ফাস্ট পেইজে ছোট ছোট কাজ গুলো দেখতে পাবেন এখন আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে জব টাইটেলে দেওয়া ডেসক্রিপশন পড়ুন এবং ভালোভাবে বুঝার চেষ্টা করুন আপনি এই কাজটি পারবেন কি না?
যদি আপনার মনে হয় কাজটি করতে পারবেন তাহলে ক্লিক করে কাজটি কমপ্লিট করে ফেলুন এবং এমপ্লয়ারের কাছে কাজ জমা দিন।
এবার এমপ্লয়ার আপনার কাজের রিভিউ করবে এবং কাজটি সঠিক হলে নির্ধারিত অর্থ আপনার মেইন একাউন্টে জমা হবে।
আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে ক্রটিপূর্ণ কাজ জমা দিবেন না কারণ আপনার র্যাশিও কমে যাবে আর র্যাশিও ৭৫% এর নিচে চলে আসলে আপনার একাউন্ট সাসপেন্ড অথবা আগামী ১মাসের জন্য কাজ করতে পারবে না।
টাকা উত্তোলন পদ্ধতি
দীর্ঘদিন পরিশ্রম করার পর আপনার কাঙ্খিত অর্থ উত্তোলনের পদ্ধতি নিয়ে বিস্তারিত জানুন, মাইক্রোওয়ার্কারসে সর্বনিম্ন ৯ ডলার অর্থ উপার্জন হলেই উত্তোলন যোগ্য বলে বিবেচিত হবে।
তবে প্রথমে আপনাকে অ্যাড্রেস ভ্যারিফাই করে নিতে হবে এবং পেওনিয়ার, স্ক্রিল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি মেথহডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
আপনার কোনোকিছু জানার থাকলে কমেন্ট করুন এবং ভালো লাগলে আর্টিকেলটি শেয়ার করুন।