বেশ জনপ্রিয় একটি PTC সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে
আবার অনেকেই বলে থাকেন পিটিসি সাইট গুলো পেমেন্ট দেয় না, আপনার এই যুক্তি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।কেননা আসল থেকেই তো নকলের তৈরি হয়, আর যারা অ-সৎ উদ্দেশ্য নিয়ে মাঠে নামে তাদের প্রচারেই তো বেশি হয়।
আপনি নিজেই লক্ষ্য করুন, আপনি কয়টি পিটিসি সাইট সম্পর্কে সঠিক জ্ঞান ধারণ বা খোজ খবর রাখেন।
কখনো কি যাচাই করে দেখেছেন, অনলাইনে অসংখ্য পিটিসি সাইট রয়েছে তাদের মধ্যে কোনটি আসল, উত্তর না।
কারন আমরা অল্প সময়ে বড়লোক হতে চাই, তাই যাচাই বাচাইয়ের দরকার পড়ে না।
কেউ একটা সাইট শেয়ার করা মাত্র কাজে লেগে যাই, এক কথায় বললে সুযোগ হাত ছাড়া করতে চাই না।
কিছু দিন খাওয়া দাওয়া বাদ দিয়া ইচ্ছা মতো কাজ করি, কিন্তু অসুবিধাটা হয় পেমেন্ট নেওয়ার সময় হয়তো সাইটটি হারিয়ে যায় নয়তো আপনাকে সাসপেন্ড করে দেয়।
আর তখনি বিভিন্ন ধরনের অযৌক্তিক চিন্তা ভাবনার সম্মুখীন হই আমরা যেমনঃ পিটিসি সাইট গুলো ভুয়া, পিটিসি সাইট গুলো কখনো পেমেন্ট দেয়না ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আপনি কি জানেন সব পিটিসি সাইট ভুয়া নয়, অসংখ্য সাইট রয়েছে যারা বছরের পর বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, সঠিক সময়ে পেমেন্ট প্রদান করে থাকে।
এই সাইট গুলো থেকে আপনি চাইলে লাইফটাইম আর্নিং করতে পারেন, তাহলে চলুন আজকে শেয়ার করি কোন সাইট গুলোতে কাজ করলে আপনি সফল হতে পারবেন।
আজ থেকে ১০টি পর্বে ১০টি সাইট শেয়ার করবো আপনি যদি পিটিসি সাইটে কাজ করতে চান তাহলে সবকটি পর্বের জন্য অপেক্ষা করুন এবং সঠিক প্লাটফর্মে কাজ শুরু করুন, আশাকরি আপনি সফল হবেন।
প্রথম পর্ব
Ojooo.wad কিOjooo একটি রাশিয়ান পিটিসি সাইট যা হয়তো আপনি আগে থেকেই জেনে থাকবেন এবং বিগত ১০-বছর ধরে অনলাইন জগতে দাপটের সাথে কাজ করে যাচ্ছে।
Ojooo পিটিসি জগতের সেরা দশের ১-নম্বর ওয়েবসাইট, এরা ক্লায়েন্ট ও ওয়ার্কারদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখে।
ওয়ার্কারদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা দিয়ে উৎসাহিত করে।
Ojooo ওয়েবসাইটে ১০-টি বিভিন্ন ক্যাটাগরিতে আয়ের সুবিধা রয়েছে, এছাড়াও আপনার যেকোনো প্রয়োজনে সার্বোক্ষনিক যোগাযোগ ব্যবস্থা চালু আছে।
কিভাবে Ojooo তে জয়েন্ট করবেন
Ojooo-তে জয়েন্ট করার জন্য এই SIGN UP বাটনে ক্লিক করুন
- এবার SIGN UP ফর্মটি ওপেন হলে প্রথম বক্সে একটি ইউনিক ইউজার নেইম দিন
- দ্বিতীয় ও তৃতীয় বক্সে স্টং পাসওয়ার্ড টাইপ করুন
- চতুর্থ বক্সে সচল ইমেইল আইডি দিন
- পঞ্চম বক্সে অটোমেটিক রেফারেন্স এড হয়ে থাকবে
- ষষ্ঠ ভাগে Captcha টি পূরণ করতে হবে
এবার Register বাটনে ক্লিক করুন
কিভাবে আয় করবেন?
আমরা পূর্বে জেনে থাকবো পিটিসি সাইট গুলোতে কিভাবে আর্নিং করতে হয়।
আর যারা একদম নতুন তাদের জন্য কিছু আলোচনা করবো,
আমরা জানি যে অনলাইনে সহজে আয়ের একমাত্র পথ পিটিসি সাইট, কারণ পিটিসি সাইট গুলোতে ছোট ছোট এড দেখে, ওয়েবসাইট ভিজিট করে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সাইনআপ করার মাধ্যমে আয় করা যায়।
Ojooo সেইম একটি ওয়েবসাইট এখানে আপনি ছোট ছোট এড দেখার মাধ্যমে আয় করতে পারবেন, ওয়েবসাইট ভিজিট করে আয় করতে পারবেন এছাড়াও আপনি রেফারেল এর মাধ্যমে লাইফটাইম উপার্জন করতে পারবেন।
কিভাবে পেমেন্ট নিবেন
আপনার একাউন্টে মিনিমাম ২-ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন এবং পেপাল, পায়জা, কয়েনবেজ, পেওনিয়ার ইত্যাদি মেথহডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Ojooo নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদের কন্টাক্ট পেইজে অথবা কমেন্ট করে জানিয়ে দিন।