নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং ও সুবিধা

ই-কমার্স,ইমেইল

বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসের কথা আমরা শুনেছি।
ঠিক একই ভাবে শুনে থাকবেন ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স সম্পর্কে আজ আমাদের আলোচনার বিষয় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স সাইট।

শুরুতেই ক্লিয়ার করে নেওয়া ভালো আমরা হয়তো অনেকেই মনে করে থাকি ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স একই জিনিস।

কিন্ত না, ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স সাইটের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান।
ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, প্রত্যেকটি প্লাটফর্ম তার নিজস্ব রুলস ও নিয়মনীতি মেনে কাজ করে।
তাই দুটি বিষয় বস্তু এক করে ভাবার প্রশ্নই আসে না, আশাকরি মোটামোটি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে উপস্থাপন করতে পেরেছি।

এবার চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করি
আপনাদের বুঝার স্বার্থে ও সহজে যাতে বুঝতে পারেন তার জন্য দুই ভাগে ভাগ করে নিলামঃ-
  • ই-কমার্স
  • ডিজিটাল মার্কেটিং
ই-কমার্স সাইট
বর্তমান সময়ে লক্ষ্য করলেই দেখতে পাবেন, বিভিন্ন রকম পন্য অনলাইন মার্কেট গুলোতে পাওয়া যায়।
বলতে গেলে এখন, প্রযুক্তির সহজ ব্যবহারের ফলে মানুষ অনলাইনের মাধ্যমে কেনাকাটায় দিন দিন আগ্রহী হয়ে উঠছে এবং ই-কমার্সের মাধ্যমে আপনি গৃহস্থালির থেকে শুরু করে উচ্চপর্যায়ের যেকোনো কিছু  প্রয়োজন মতো অনলাইন স্টোর থেকে ক্রয় করতে পারবেন।
ঠিক একই ভাবে আপনিও ই-কমার্সের মাধ্যমে অনলাইন বিজনেস শুরু করতে পারেন।
ই-কমার্স সাইটে বিজনেস করার সুবিধা গুলো হচ্ছে, আপনি মুক্ত ভাবে কাজ করতে পারবেন অতিরিক্ত মূলধনের প্রয়োজন নেই।
অর্থাৎ ই-কমার্স হল অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম পণ্য ও সেবার বিনিময়।

ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন ই-কমার্স ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে।

ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো কিছু কে প্রচার করা বা নির্দিষ্ট মাধ্যম গুলোতে বিজ্ঞাপন দেওয়া।
আর একই ধারাবাহিকতায় ডিজিটাল মার্কেটিং কে ই- কমার্সের সহযোগী বলা হয়।
কারণ আপনি একটি ই-কমার্স সাইট খুললেন এবং বিভিন্ন রকমের পণ্য মজুত করলেন, কিন্তু প্রচার না থাকার ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব নয়।

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
সঠিক দক্ষতা অর্জনের জন্য নিচে কয়েকটি ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্পর্কে ধারণা দেওয়া হলো, যেকোনো একটি কোর্স করে নিতে পারেন।

উল্লেখ্যঃ- আলোচনার শুরুতেই বলেছি ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স ভিন্ন বিষয়।
তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করেন, তা শুধু ই-কমার্সের জন্যই সীমাবদ্ধ থাকবে না, আপনি বিভিন্ন রকম অনলাইন প্লাটফর্মে সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন।

নিচে কয়েকটি প্লাটফর্ম সম্পর্কে ধারণা দেওয়া হলোঃ-
  1. ই-কমার্স
  2. ইমেইল মার্কেটিং
  3. মোবাইল মার্কেটিং
  4. সার্চ ইঞ্জিন মার্কেটিং
  5. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  6. অটোমেশন মার্কেটিং
  7. ওয়েব ডেভেলপমেন্ট
এখানে মাত্র কয়েকটি ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে এছাড়াও অসংখ্য ক্যাটাগরি রয়েছে ডিজিটাল মার্কেটিং এ।

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত
আপনার যদি অনলাইন প্লাটফর্মে কাজ করার আগ্রহ থাকে, তাহলে আপনি অনায়াসে ডিজিটাল মার্কেটিং কোর্স করে দক্ষ হতে পারেন।
এবং বিভিন্ন রকম আউটসোর্সিং প্লাটফর্ম গুলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ নিতে পারেন।

আমাদের অনেকের মাঝেই একটা ভূল ধারণা আছে, যা সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করবো যে ধরুন আপনি আউটসোর্সিং করতে চান।
আর শুরুতেই ধারণা করে নিয়েছেন একজন ফ্রিল্যান্সার হতে হলে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট এই রকম টাইপের কাজ জানতে হয়, তাছাড়া ফ্রিল্যান্সার হওয়া যায় না এটা আপনার ভূল সিদ্ধান্ত এবং ভূল ধারণা।
কারণ আপনি নিজে যাচাই করে দেখুন, প্রয়োজনে ফ্রিল্যান্সার ডটকম সম্পর্কে সঠিক ধারণা অর্জন করুন তারপর নিজেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশাকরি।

এখন আশা যাক আসল কথায়, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করে সফল ফ্রিল্যান্সার হতে পারেন।
উদাহরণঃ- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে উঠে এসেছে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এ
প্রথম স্থানে আছে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত ও দ্বিতীয় স্থানে আছি আমরা (বাংলাদেশ) এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।

আর্টিকেল লেখার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝানোর চেষ্টা করেছি, ডিজিটাল মার্কেটিং এ আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
এখন বাকী টুকু আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি এই পেশায় আসবেন কি আসবেন না।


তবে নিচে কয়েকটি সুবিধা নিয়ে আলোচনা করেছি লক্ষ্য করুন
১. ডিজিটাল মার্কেটিং এর চাহিদা
অনলাইন প্লাটফর্মে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান প্রচার-প্রচারনা যা ডিজিটাল মার্কেটিং এর আওতাধীন রয়েছে।
ডিজিটাল মার্কেটিং এর চাহিদা রয়েছে যেকোনো প্লাটফর্মে সবচেয়ে বেশি এবং শুধু যুক্তরাজ্যেই প্রতি বছর ২০-লাখেরও অধিক কাজের চাহিদা থাকে এবং এরকম কাজে চাহিদা সারাবিশ্বেই।
২. ক্যারিয়ার
ডিজিটাল মার্কেটিং একটি মুক্ত পেশা তাই আপনার ইচ্ছে মতো সময় বের করে এই কাজটি করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো ক্যালকুলেশন বা ধরাবাঁধা নিয়ম নেই।
৩. অভিজ্ঞতা + আয়
আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।
৪. ক্যারিয়ার শুরু
যে কেউ অভিজ্ঞতা অর্জন করে এই পেশায় ক্যারিয়ার গড়তে পারেন তার জন্য নির্দিষ্ট কোনো গ্রাজুয়েশনের প্রয়োজন নেই।

Post a Comment

Previous Post Next Post

Contact Form