প্রশ্ন-উত্তর ওয়েবসাইট কি? ও কি কি জানতে পারবেন? চলুন বিস্তারিত জানি/What is the question-answer website?

প্রশ্ন

প্রশ্ন-উত্তর ওয়েবসাইট হলো একজন শিক্ষকের মতো বা বিদ্যালয় এখানে আপনি সকল ধরনের জ্ঞানেই অর্জন করতে পারবেন বা নিজেও শিক্ষক হতে পারবেন।

তাহলে চলুন শুরু করি- প্রথমেই বলে নেওয়া ভালো, এক সময় বাংলা ভাষায় এরকম কোনো ওয়েবসাইট ছিল না, তখন ইংরেজি ভাষায় অনেক ওয়েবসাইট ছিল যে গুলো শুধু ইংরেজিতে দক্ষ যারা তারাই ব্যবহার করতে পারতো।

কিন্তু প্রযুক্তির বিবতর্নে প্রশ্ন-উত্তর ওয়েবসাইট গুলো এখন অনেকটাই সহজ হয়েছে, যা বাংলা ভাষায় ব্যবহার শুরু হয়েছে ও সব শ্রেনীর মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আপনি বাংলায় পড়তে পারলেই এই ওয়েবসাইট গুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার সমস্যা সম্পর্কৃত প্রশ্ন করতে পারবে এছাড়াও অন্য জনের প্রশ্নের উত্তর দিতে পারবেন।

বর্তমানে তো আবার এই সব ওয়েবসাইট থেকে ইনকাম ও করা যায় তারমানে জ্ঞান অর্জনের পাশাপাশি উপার্জন, তবে আজকের আর্টিকেলে এ বিষয়ে কিছু বলবো না, কারণ আগে থেকেই একটি আর্টিকেল লিখা আছে দেখে নিতে পারেন।
আজকের আর্টিকেলের মেইন উদ্দেশ্য, প্রশ্ন-উত্তর ওয়েবসাইট গুলোকে একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করা এবং এর ব্যবহার সম্পর্কে অবগত করা।
বাংলা ভাষায় বর্তমানে প্রচুর ওয়েবসাইট রয়েছে, কিন্তু সবকটি থেকে সমমান আশা করা যায় না।
তাই আমি বেশ কয়েক দিন ধরে অনলাইনে খোঁজাখুঁজি শুরু করি এবং চেষ্টা করি ভালো ও যে ওয়েবসাইট গুলোতে প্রচুর পরিমাণের ট্রাফিক আছে সে গুলো সিলেক্ট করার এবং মানসম্মত কয়েকটি ওয়েবসাইট সিলেক্ট করেছি।

উল্লেখ্যঃ-এখানে কয়েকটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি প্রশ্ন করতে পারবেন তবে আপনি কারও প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
তবে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারবেন।
এখন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারবো তবে উত্তর দিতে পারবো না কেন?
কারণ এই ওয়েবসাইট গুলো হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ও ইসলামিক বিষয়ে, এই ওয়েবসাইট গুলোতে নিয়োগপ্রাপ্ত অভিজ্ঞ কাউন্সিলগণ উত্তর প্রদান করে থাকে, এখন নিশ্চয়ই ক্লিয়ার।
তবে এখন জেনে নেওয়া যাক সংক্ষিপ্ত ওয়েবসাইট পরিচিতিঃ-

Quora

quora-বেশ জনপ্রিয় প্রশ্ন-উত্তর ওয়েবসাইট বর্তমানে বাংলা ও ইংরেজী দুটি ভার্সনে রয়েছে।
এছাড়াও রয়েছে প্রচুর ট্রাফিক, যে কারণে এখানে প্রশ্ন সাবমিট করে খুব অল্প সময়ের মধ্যেই উত্তর পাওয়া যায় এবং আপনিও যদি কোনো বিষয়ে অভিজ্ঞ বা উত্তর জানা থাকে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন।
রেজিস্ট্রেশন করুন 

Bissoy
bissoy ওয়েবসাইটে প্রশ্ন-উত্তরের পাশাপাশি পুরস্কার প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
bussoy ওয়েবসাইট রেসপন্সিবল হওয়ায় অনেক আকষর্ণীয় ও পাঠক মুগ্ধ তাই এই ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা অনেক বেশি।
রেজিস্ট্রেশন করুন

Beshto
 beshto- সাদামাটা ও পাঠক মুগ্ধকর সেরা ওয়েবসাইট,এখানে সেরা উত্তর দাতাকে নিয়ে কলাম লিষ্ট তৈরি করে ও প্রশ্ন উত্তর সহ প্রকাশ করে।
যেকোনো বিষয়ে বেস্তো-তে প্রশ্ন করতে পারেন, এছাড়া আপনিও এক্সপার্ট হলে অন্যদের প্রশ্নের উত্তর দিতে পারেন।
রেজিস্ট্রেশন করুন

Prosnouttar
প্রশ্নোত্তর সদ্য প্রকাশিত আকষর্ণীয় একটি ওয়েবসাইট, প্রকাশনার ডিজাইন অত্যাধিক মনোরম  ও পাঠক বান্ধব।
অল্প কিছু দিনেই ওয়েবসাইটটি প্রচুর সারা পেয়েছে এছাড়াও ওয়েবসাইটটির আরও উন্নত ডিজাইনের কাজ প্রক্রিয়াধিন তাই প্রথম অবস্থায় সামান্য সময় ক্ষেপন হতে পারে।
রেজিস্ট্রেশন করুন 

Enolez
ই-নলেজ কে বলা হয় সমাধান ব্যাংক এবং বাংলা ভাষায় এতো সুন্দর একটি ওয়েবসাইট যা তুলনা নেই।
এখানে সব আধুনিক জেনারেশন ও A-Z সমাধান  ই-নলেজ সার্ভিস প্রদান করে।
এখানে অতিদ্রুত উত্তর পাওয়া যায় এবং দূত উত্তর প্রদানের জন্য রিকোয়েস্ট করা যায়।
রেজিস্ট্রেশন করুন

এছাড়াও রয়েছে বাছাই করা বেশ কয়েকটি ওয়েবসাইট যে গুলো আপনারা দেখে নিবেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form