Amrtube কি? এবং কিভাবে আয় করবেন/ How to earn

how to earn Amartube, free point amrtube, amartube, free earn amartube, আমার টিউব কি, আমার টিউব থেকে আয়, youtube channel subscribers, আমার টিউব মানে কি, কিভাবে আয় করবো আমার টিউব থেকে,
Amrtube কি

আজকের আলোচনার বিষয় আমর-টিউব
অনলাইন প্লাটফর্ম মানেই ভিন্ন ভিন্ন উদাহরণ ও ভিন্ন ভিন্ন স্থাপত্যশৈলী ঠিক এরকমি একটি প্লাটফর্ম গড়ে তোলার চেষ্টায় রয়েছে Amrtube.
Amrtube সাইটে কাজ করার অভিজ্ঞতা থেকেই আজকের টিউটোরিয়ালটি লিখার প্রয়াস করেছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো কিভাবে এই সাইটটি ব্যবহার করে ৭টি সুবিধা আপনি গ্রহন করবেন। 

শুরুতেই বলে নেওয়া ভালো, Amrtube সাইট সম্পূর্ণ বাংলাদেশী এবং বাংলাদেশী Creator দ্ধারা নির্মিত ও পরিচালিত হয়। 

২০১৮ ইং সালে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয় Amrtube সাইটটি, বর্তমানে Amrtube সাইটে অসংখ্য এক্টিভ সদস্য রয়েছে।
Amrtube সাইটে দুটি বিদ্যমান ভার্সন রয়েছে একটি ফ্রি ভার্সন ও অন্য একটি পেইড ভার্সন।
তবে দুটো ভার্সনেই চমৎকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, ফ্রি ভার্সনটি উন্মুক্ত রাখা হয়েছে যা সকলেই ব্যবহার করতে পারছে।
Amrtube ওয়েবসাইট থেকে যারা প্রফেশনালী ইনকাম করার কথা ভাবছেন তাদের জন্য আমার মতে পেইড ভার্সন টি সবচেয়ে উপযুক্ত বলে আমি মনে করি।
কারণ পেইড ভার্সনে সুযোগ সুবিধা, ফ্রী ভার্সনের চেয়ে অধিকাংশ বেশি পাবেন।

তবে চলুন আলোচনা শুরু করি
আর্টিকেলটি দীর্ঘ হবে, তবে কষ্ট করে সাথে থাকার চেষ্টা করুন যদি আপনার Amrtube ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকে।
প্রথমে আমি বিষয় বস্তু গুলো ভাগ করে নিব, যাতে করে সহজেই বুঝতে পারেন অথবা আমি সহজেই বুঝাতে পারি, নিচে লক্ষ্য করুনঃ
  • SIGN UP
  • LOGIN
  • Website Traffic
  • Facebook Page Likes
  • YouTube Subscribers & Video Likes
  • Retweets & Likes
  • Twitter Followers
  • Instagram Followers & LiOut
  • Affiliate Programme
  • Point Cash Out
SIGN UP
Amrtube ওয়েবসাইটে যুক্ত হওয়ার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
উল্লেখ্যঃ- Amrtube এ রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফোন নাম্বার যেন ভুল না হয়।
কারণ Amrtube ওয়েবসাইট একটি ডিভাইস থেকে মাত্র একটি একাউন্ট রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়।
উদাহরণঃ- আপনার নাম ও ফোন নাম্বার দিয়ে Create বাটনে ক্লিক করুন এবং পরবর্তীতে ৬-সংখ্যার গোপন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সফল করুন।
রেজিস্ট্রেশন করুন

LOGIN
আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে থাকলে এবার ✆ ফোন নাম্বার ও ৬-সংখ্যার গোপন নাম্বার দিয়ে Amrtube এ প্রবেশ করুন।

প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শেষ এবার চলুন মূল বিষয়ের উপর আলোচনা করি

Website Traffic

ওয়েবসাইট ভিজিট করে আর্ন করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটকেও প্রমোট করতে পারবেন।
ওয়েবসাইট ভিজিট করার জন্য উপরের মেনুবার আইকন থেকে Website Traffic এর উপর ক্লিক করুন এবার নিচের দিকে লক্ষ্য করুন Refresh Page লিখার নিচে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট প্রদর্শিত হবে, এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন ৩০-৪০ সেকেন্ড সময় অপেক্ষা করুন তারপর ব্রেক বাটন টিপে পুণরায় Amrtube এ ফিরে আসুন সাথে সাথে আপনার একাউন্টে পয়েন্ট জমা হয়ে যাবে।

এখন আপনার ওয়েবসাইট কিভাবে প্রমোট করাবেন
My Website এর উপর ক্লিক করে পরবর্তী ধাপে যান এরপর Add New website এ ক্লিক করুন এবার এই ধাপে ফর্মটি পূরণ করে কনফার্ম করুন।
এভাবেই সহজে আপনার ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা বৃদ্ধি করতে পারবেন তবে উল্লেখ্য পর্যাপ্ত পয়েন্ট থাকতে হবে আপনার একাউন্টে।

Facebook Page Likes
উপরের ফেসবুক আইকনে ক্লিক করে নিচের দিকে লক্ষ্য করুন তিনটি অপশন দেখতে পাবেন
  1. Page Likes
  2. Post Likes
  3. Post Comment
এই তিনটি অনশনের মাধ্যমে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং প্রতি লাইকের বিপরীতে আপনি পাবেন ৫০-পয়েন্ট যা সরাসরি আপনার মূল একাউন্টে যোগ হয়ে যাবে।
এবং আপনি একই নিয়মে আপনার ফেসবুক পেইজে, পেইজ লাইক, পোস্ট লাইক, কমেন্ট নিতে পারবেন।

YouTube Subscribers & Video Likes
ইউটিউব বাটনের উপর ক্লিক করে নিচের আগের মতই তিনটি অপশন পাবেন
  1. Channel Subscribe
  2. Like Video
  3. watch video
প্রতিটি কাজের বিনিময়ে আপনি পাবেন ৫০-পয়েন্ট, উদাহরণ আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে প্রদর্শিত চ্যানেল সিলেক্ট করে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে ব্রেক বাটনে ক্লিক করুন, আপনার একাউন্টে পয়েন্ট জমা হয়ে যাবে।
এছাড়াও আপনার নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব নিতে পারেন তার জন্য আপনাকে মাই চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলে Url এড করতে হবে তার জন্য আপনার একাউন্টে পর্যাপ্ত পয়েন্ট থাকতে হবে।
আপনি চাইলে পয়েন্ট ক্রয় করেও চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারেন।

Share & Likes
এই কাজটি একটু ভিন্ন রকম, যেমন ধরুন আপনি প্রথমে শেয়ার আইকনে ক্লিক করে নিচে প্রদর্শিত ওয়েবসাইট আপনার ফেসবুকে শেয়ার করে আর্ন করতে পারেন, প্রতিটি শেয়ার আপনি পাবেন ৫০-পয়েন্ট যা সরাসরি আপনার একাউন্টে যোগ হয়ে যাবে।

Twitter Followers
এই অপশনটি তে কাজ করতে আপনার একটি Twitter Account লাগবে এবং প্রদর্শিত একাউন্ট গুলোতে ফলো বাটনে ক্লিক করতে হবে যার বিনিময়ে আপনি পাবেন ৫০-পয়েন্ট।

Instagram Followers & LiOut
এই অপশনটিও Twitter এর মতো সেইম কাজ তাই বিস্তারিত বলার প্রয়োজন নেই, এখানেও আপনি ৫০ পয়েন্ট করে পাবেন।

Affiliate Programme
এই Affiliate নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার।
Amrtube ওয়েবসাইটে প্রবেশ করার পর লক্ষ্য করুন উপরে free point বলে একটি অপশন আছে, আপনি free point এ ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যান, এবার এখানে ভালো করে লক্ষ্য করুন Affiliate link লেখা একটি বক্স দেখতে পাবেন।
বক্সের ভিতরে একটি অটোমেটিক লিংক তৈরী করা আছে, এবার এটিকে কপি করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যদি কেউ আপনার লিংকে ক্লিক করে একাউন্ট জেনারেট করে তাহলে আপনি পাবেন ৫০০-পয়েন্ট ফ্রী।

Point Cash Out
উপরে Cash Out অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যান এবং এখান থেকে প্রথমে কত পয়েন্ট Cash করবেন তা সিলেক্ট করুন তারপর নিচের বক্সে ✆ ফোন নাম্বার দিন এবার তিন নাম্বার বক্স থেকে সিলেক্ট করুন আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিবেন যেমনঃ- বিকাশ, রকেট।
এবার সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করুন ৪৮-ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।

তো আজকের আর্টিকেলর সমাপ্তি এখানেই টানতে হচ্ছে, আর একটি কথা আপনারা যদি Amrtube এ প্রফেশনলী কাজ করতে চান তাহলে অবশ্যই পেইড ভার্সনে কাজ করার চেষ্টা করবেন।

আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো, তা জানাতে অবশ্যই ভুলবেন না।
কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করুন


1 Comments

  1. 09/06 01:35:23 pm 018323821174 Transfer 10 Active

    still i am not receive.
    pls help me how to receive

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form