আউটসোর্সিং করবেন তাহলে সেরা ৩টি ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন

অনলাইন জগতে পা বাড়াচ্ছেন, আগে জানতে হবে প্লাটফর্ম ও বাজার দর সম্পর্কে। 
প্রথমে আসি প্লাটফর্ম সম্পর্কে, ফ্রিলেন্সিং করার অগণিত ওয়েবসাইট রয়েছে। 
কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হচ্ছে, ভূয়া ওয়েবসাইটের অভাব নেই, যা থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি।

তাহলে কি করবেন? 
কি করবেন সেই বিষয়েই আলোচনা করবো আজকে, একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন। 

টাইটেল দেখে অবশ্যই বুঝার কথা, অনলাইন জগতে যেখানে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে আর আমি মাত্র ৩টি ওয়েবসাইটের কথা বললাম, কিন্তু কেন?
প্রশ্ন করা স্বাভাবিক, আর আমি উত্তরে বলবো এজন্যই ৩টি ওয়েবসাইটের কথা বলেছি যাতে করে আপনার পরিশ্রম বিফলে না যায়।

কারণ অনলাইনে যেমন আয়ের সম্ভাবনা রয়েছে প্রতারনার সম্ভাবনাও রয়েছে। 
তাই বাছাই করা সেরা ৩টি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ধারণা দেব যে গুলো দীর্ঘ সময় ধরে সততার সাথে স্বপ্নপ্রিয় মানুষ গুলো কে নিয়ে কাজ করে যাচ্ছে।
যে প্লাটফর্ম গুলো থেকে আপনার দক্ষতার বিনিময়ে গড়তে পারেন নিশ্চিত সাফল্য ও সুন্দর ক্যারিয়ার।

চলুন মূল আলোচনা শুরু করি
বর্তমান পৃথিবীর চিত্র একেবারেই বদলে গেছে তথ্য ও প্রযুক্তির ছোঁয়ায়। 
উচ্চমান সম্পূর্ণ অনেক প্রতিষ্টান রয়েছে যারা গুরুত্বপূর্ণ পদেও সরাসরি জনবল নিয়োগ দেয়না। 
আউটসোর্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সার হায়ার করে অফিশিয়াল কার্যক্রম করিয়ে নেয়।

আউটসোর্সিং এর মাধ্যমে যারা অর্থ উপার্জন করে তারাই কেবল ফ্রিল্যান্সার এবং যিনি কাজের বিনিময়ে অর্থ প্রদান করে তাকে বলা হয় ক্লায়েন্ট।
ফ্রিল্যান্সার যেকেউ হতে পারে, শুধু কাজের দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

আপওয়ার্ক
যাহার পূর্বের নাম ছিল ওডেক্স, বর্তমান আপওয়ার্ক।
আপওয়ার্ক বর্তমান সময়ের জনপ্রিয় একটি ওয়েবসাইট যার ফ্রিল্যান্সার সংখ্যা প্রায় ৯.৫ মিলিয়ন ও ক্লায়েন্টের সংখ্যা ২.৩ মিলিয়ন। 
এখানে অসংখ্য কাজের ক্যাটাগরি রয়েছে, স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদী, ছোট কাজ থেকে বড় প্রায় সব ধরনের কাজেই এখানে করতে পারবেন।

তার চেয়েও বড় সুবিধা হচ্ছে এই সাইটে চুক্তি ভিত্তিক ও ঘন্টা ভিত্তিক কাজ করা যায়। 
চুক্তি ভিত্তিক কাজের জন্য ক্লায়েন্ট তার প্রজেক্টের উপর ভিত্তি করে দর নির্ধাণ করে এবং ফ্রিলেন্সাররা নিজ ডিমান্ডের উপর কাজে বিট করে।
কাজ শেষ করার পর ক্লায়েন্ট তার নির্ধারিত মূল্য পরিশোধ করে এবং ফ্রিল্যান্সার তা গ্রহন করে। 
উল্লেখ্যঃ- চুক্তি ভিত্তিক কাজের মূল্য পরিশোধের দায়দায়িত্ব আপওয়ার্ক বহন করে না।

আপওয়ার্কে ঘন্টা ভিত্তিক কাজ বেশি জনপ্রিয়, প্রজেক্ট অনুযায়ী ক্লায়েন্ট, প্রতি ঘন্টার মূল্য নির্ধারন করে এবং ফ্রিল্যান্সাররা বিট করার পর কাজ করে দেয়।
সবশেষে আপওয়ার্ক, ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারের ডাটা সংগ্রহ করে এবং অটোমেটিক টাইম কাউন্ট হয়।
ক্লায়েন্ট সেসব দেখেই নিশ্চিত হন, ফ্রিল্যান্সার কাজে ফাঁকি দিচ্ছে কিনা।
ফ্রিল্যান্সার যদি তার কাজে ফাঁকি না দেয়, তাহলে পেমেন্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই।  আপওয়ার্ক নিজেই পেমেন্টের দায়দায়িত্ব বহন করে এবং প্রতি ঘন্টায় আপনার উপার্জনকৃত টাকা সরাসরি আপনার একাউন্টে সয়ংক্রিয় ভাবে জমা হবে। 

আপওয়ার্ক এমন একটি প্লাটফর্ম যেখানে দক্ষ ও অদক্ষ সবার জন্য ছোট বড় কাজের সুবিধা বিদ্যমান রয়েছে। 
দক্ষ হলে যেকোনো প্লাটফর্মে আপনি ক্যারিয়ার গড়তে পারবেন আর আপওয়ার্কে রয়েছে আপনার জন্য বিশাল সুবিধা।

টপটাল
এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার পর্যাপ্ত দক্ষতার প্রয়োজন পড়বে এবং যারা টেকনোলজি বিষয়ে এক্সপার্ট শুধু তাদের জন্যই এই ওয়েবসাইটটি প্রযোজ্য।
আপনার এই সাইটে কাজ করার জন্য দক্ষতা গুলো যেমনঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ওয়েব ডেভেলপার অথবা অভিজ্ঞ সিস্টেম অ্যানালাইজার তবেই আপনি টপটালের জন্য প্রযোজ্য।

উপরে উল্লেখিত কাজ গুলোই টপটালে হয়, এর বাহিরে কোনোরকম কাজ হয় বলে আমার অভিজ্ঞতা থেকে জানা নেই বললেই চলে।
টপটালে ক্লায়েন্টের পরিমাণ খুবই কম, কিন্ত উল্লেখ্য বিষয় হচ্ছে এই যে এখানে যারা ক্লায়েন্ট তারা সবাই বিশ্বের নামীদামী কোম্পানির যেমনঃ জেনডেক্স, জেপিমরগান, এয়ারবিএনবি সহ বিশ্বের সব চাইতে বড় বড় কোম্পানি গুলোই টপটালের ক্লায়েন্ট।

 এখন চিন্তা করে দেখুন আপনি যদি এই রকম কোম্পানি গুলো হয়ে কাজ করতে পারেন, আমি নিশ্চিত বলে দিতে পারি আপনার ক্যারিয়ার সাকসেস আর কখনো পিছনে থাকাতে হবে এমনটা আমার মনে হয় না। 
এই কোম্পানি গুলোর সাথে কাজ করা এতোটা সহজ হবে ভাবা উচিত নয়, আবার আপনার যদি পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে কঠিন ভাবার মতোও কিছু না। 

এই কোম্পানি গুলোর কাজ পাওয়ার আগে আপনাকে পূর্ব প্রস্ততি নিতে হবে। 
টপটালের একাউন্ট হোল্ডার হতে হবে এবং স্ক্রিন প্রপেস কনফার্ম করতে পারলেই এসব ক্লায়েন্ট কোম্পানি গুলোর সাথে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যাবেন।
আর আপনার যোগ্যতা ও দক্ষতা দিয়ে একবার টিকে গেলেই আপনার ক্যারিয়ার সাকসেসফুল। 
কারণ এই কোম্পানি গুলোর সাথে কাজ করার সুযোগ পাওয়া মানে, আমাদের দেশের তুলনায় সর্বোচ্চ মানের চাকুরী পাওয়া যা চাকুরীর চেয়েও বেশি। 

ফ্রিল্যান্সার ডটকম
যুদ্ধ করার সাহস থাকলেই এগিয়ে আসুন, সাফল্য অর্জনের পথ রয়েছে অনেক।
এখানে নিজেকে প্রতিষ্টিত করার পথ অনন্য যেকেউ এখানে কাজ করতে পারে যেমনঃ ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক, গৃহিনী, অবসরপ্রাপ্ত বৃদ্ধ, শিক্ষিত বেকার বা চাকুরীজীবি ইত্যাদি। 

অনেক পদবীর  নামই  তো বললাম এখন আসি মূল আলোচনায়, 
বাংলায় একটা প্রভাদ আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়।
ঠিক এরকমেই ফ্রিল্যান্সিং ডটকম আপনাকে উপহার দিবে সুন্দর একটি প্রফেশনাল ক্যারিয়ার।
আর আপনার দিতে হবে দক্ষতা ও অভিজ্ঞতা যে কথাটা আমি বরাবরই বলে আসছি।

আপনার থাকতে হবে প্রতিযোগীতা মূলক মানসিকতা ও ধৈর্য, কেননা আউটসোর্সিং হচ্ছে মুক্ত পেশা এখানে প্রতিযোতা মূখ্য বিষয়।
আর দশজন ফ্রিল্যান্সারের সাথে পাল্লা দিয়ে যেতে হবে সামনের দিকে, আপনি সহজেই এ সুযোগ গ্রহন করতে পারেন যোগ্যতা দিয়ে।
আপনার দক্ষতা প্রমাণ করে উপার্জন করতে পারেন অনায়াসে যা আপনার ক্যারিয়ারে আনবে বিশাল সাফল্য। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form