অনলাইন থেকে ইনকাম করা সহজ না/কঠিন?

অনলাইন ইনকাম,অনলাইনে আয়,টাকা আয় করার উপায়,অনলাইনে আয় করার সহজ উপায়,টাকা আয় করার সহজ উপায়,অনলাইন থেকে ইনকাম,অনলাইনে আয় করার সহজ উপায়
বর্তমান সময়ের কমন প্রশ্ন, যা প্রত্যেকের মাথায় ঘুরপাক খাচ্ছে অনলাইন প্লাটফর্মে উপার্জন করা কতটা সহজ?

হ্যা... আজ আমি আপনাদের স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যা হয়তো বা অনেকেই ক্লিয়ার করে না।
একটা সময় ছিল  যখন মানুষ প্রযুক্তি থেকে অনেকটা দূরে ছিল, যা খুব বেশি দিন পূর্বে নয়।
কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি বিহীন মানুষ ভাবাটাই মুসকিল, যার অর্থ প্রযুক্তি এখন যেখানে সেখানে।

আউটসোর্সিং এই যে একটি শব্দ যা মানুষকে ভাবাতো, এইটা আবার কি জিনিস।
কিন্তু বর্তমানে লক্ষ্য করুন নবম-দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্রটিও আউটসোর্সিং সম্পর্কে সচেতন।

তাই বর্তমান সময় আমাকে বলতে বাধ্য করছে, অনলাইন থেকে ইনকাম করা প্রতিযোগিতা মূলক প্লাটফর্মে পরিণত হয়েছে।
কারণ অনলাইনে প্রবেশ করা মাত্রই আমাদের মাথায় চিন্তা আসে ইনকাম করতে হবে।
আর আপনি কি কখনো ভেবে দেখেছেন উপার্জন করা আসলেই কতটা সহজ বা কঠিন?

আর্টিকেল লিখার শুরুতেই বলেছি আজ কিছু অ-প্রিয় কথা বলবো।
অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জন করা সম্ভব বা সম্ভব না।


এবার মূল আলোচনায় যাই, আর আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করুন।
অনলাইনে ইনকাম করা যায় এরকমটা হয়তো অনেকের কাছেই শুনে থাকবেন।
যে কারণে আপনার মধ্যেও অনলাইনে উপার্জন করার ইচ্ছেটা জেগে উঠেছে আর এটাই স্বাভাবিক।
আর এখন পর্যন্ত আপনার ভিতরে অনলাইন থেকে উপার্জন করার ইচ্ছে টুকু জীবিত আছে বলে আমি মনে করি।

আর এই ইচ্ছেটাকেই আমি ভূল সিদ্ধান্ত বলে মনে করি, কারণ শুরুটাই হয় ভোগের উদ্দেশ্য।
একটু বুঝিয়ে বলি, আপনার বা আমার অনলাইন প্লাটফর্মে আসার একমাত্র উদ্দেশ্য যদি হয় টাকা।
আর এই একটি সিদ্ধান্তের কারণেই অনলাইনে আসার আগেই আমরা ঝরে যাই বা কিছুই করতে পারিনা।

এখন আসা যাক বাস্তবতার দিকে, অনলাইন থেকে ইনকাম করার ব্যাপারে হয়তোবা কারও কাছ থেকে শুনেছেন বা দেখেছেন।
আর ঠিক তখনি সিদ্ধান্ত নিলেন আপনিও অনলাইনে কাজ করবেন, আপনার সিদ্ধান্ত ১০০% সঠিক এজন্য আপনাকে ধন্যবাদ জানাই।

কিন্ত আপনি কি জানেন, আপনার অনুপ্রেরণার মানুষটি অনলাইন প্লাটফর্মে কিভাবে ঠিকে আছে বা কতদিন ধরে এই প্লাটফর্মে কাজ করছে।
ঐ ব্যক্তির কাজের দক্ষতা ও অভিজ্ঞতা কতটুকু?

আমরা কখনো চিন্তা করে দেখি না এবং চিন্তা করার প্রযোজন বোধ টুকুও মনে করি না।
একটি বিষয় খুব স্বাভাবিক ভাবেই মাথায় ঘুরপাক খায়, অন্যরা যদি পারে তাহলে আমি পারবো না কেন।
আর এতটুকু চিন্তা থেকেই লেগে পড়ি অনলাইনে হাজার হাজার টাকা কামানোর চেষ্টায়।
আর গুটিকয়েক দিন পরিশ্রম করে যখন কিছুই পাওয়া যায় না তখনি শুরু হয়ে যায় উসকানিমূলক কথা বার্তা।

অনলাইনে কি উপার্জন করা যায়?
অবশ্যই অনলাইনে ইনকাম করা যায়, তার জন্য আপনাকে দক্ষ ও ধৈর্যশীল হতে হবে।
কারণ শুরুতেই বলেছিলাম অনলাইন প্লাটফর্ম প্রতিযোগিতামূল স্থান এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়।

আর যখন আপনি প্রযুক্তির সহায়তায় আপনার অভিজ্ঞতার সঠিক ব্যবহার করবেন ঠিক তখনই অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জন করার বহু পথ পেয়ে যাবেন।
এজন্য শুরুতেই আপনাকে দক্ষ হতে হবে, সফল ব্যক্তির পরামর্শ নিতে হবে এবং ধৈর্য হারালে হবে না।
আপনাকে দীর্ঘ একটি সময়ের পরিকল্পনা মাথায় রেখে কাজ করতে হবে ও উপার্জন করার জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনলাইন প্লাটফর্মে এসে কিছু দিন কাজ করেই হতাশ হয়ে গেলেন, তা চলবে না।
আমি বলবো অনলাইনে হতাশ হওয়ার কিছু নেই, কাজ করতে গিয়ে ভূল হতেই পারে ও সমসাময়িক সমস্যা দেখা দিতেই পারে তার জন্য আপনাকে সবসময় পূর্ণ প্রস্তুত থাকতে হবে এবং পর্যাপ্ত সময় নিয়ে সমস্যার সমাধান করতে হবে যদি আপনি না পারেন অন্য কারও সহায়তা নিয়ে সমাধান করার চেষ্টা করবেন।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অনলাইন প্লাটফর্মে সফল হবেন আমি নিশ্চিত।
এবং আপনার অক্লান্ত পরিশ্রমের মূল্য হিসেবে গড়তে পারবেন সফল ক্যারিয়ার।

তাই আমি বলবো, অহেতুক চেষ্টা না করে আপনি আগে অনলাইন বিষয়ে দক্ষতা অর্জন করুন তারপর কাজে লাগোন।

কিভাবে নিজেকে দক্ষ করবেন?
দক্ষতা ও যোগ্যতা দুই জিনিস, আর আমি এখানে দক্ষ হওয়ার জন্য বলছি তাই বলে যোগ্যতার প্রযোজন নেই- তা মনে করার কিছু নেই যোগ্যতাও প্রয়োজন।
নিজে নিজে প্রচুর চ্যালেন্স গ্রহন করুন- তাতে আত্মবিশ্বাস বাড়বে এবং কাজের প্রতি মনোযোগী হওয়া যাবে।
নিজেকে বিশ্বাস করতে শিখুন এবং যেকোনো পরিস্থিতিতে সমাধান খোঁজার চেষ্টা অব্যহত রাখুন।

 আগে উপরের গুণাবলী অর্জন করুন এবং দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যান।
প্রথমত আপনার মধ্যে যদি চ্যালেন্স করার মানসিকতা না থাকে, তাহলে অভিজ্ঞতা অর্জন করা অনেক দূরের বিষয়।

কি কি কাজে দক্ষতা অর্জন করবেন?
অনলাইন প্লাটফর্মে কাজ করার অসংখ্য ক্যাটাগরি রয়েছে গুগলে সার্চ করুন দেখবেন অসংখ্য কাজের ধারণা পেয়ে যাবেন।
এছাড়াও জনপ্রিয় কিছু কাজের ধারণা পেতে এখানে ক্লিক করুন

তবে সফল হওয়ার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেকোনো একটি ক্যাটাগরির উপর।
এবং যে ক্যাটাগরিটি আপনি পছন্দ করছেন সেই ক্যাটাগরির উপর পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং মন স্থির করতে হবে।
অন্য কোনো কাজের দিকে খেয়াল রাখলে চলবে না অর্থাৎ আপনার লক্ষ্য থাকবে নির্ধারিত কাজের প্রতি।

আর এটা ভাবার কোনো কারণ নেই, আপনার কখনো ভুল হবে না ভুল হওয়াটা স্বাভাবিক।
এখন কথা হলো কাজ করতে গিয়ে ভুল করলেন, এখন আমার সাজেশন হলো এই ভুলটাকে নিজে নিজে সমাধান করার চেষ্টা করুন পর্যাপ্ত সময় নিয়ে।
কারণ ভুল থেকে সমাধান আর সমাধান থেকেই নতুন কিছু শিখা এবং এটিও একটি বাস্তব অভিজ্ঞতা।

আপনি শুনলে অবাক হবেন আর হওয়াটাই স্বাভাবিক, এই যে আপনি আজকে আমার আর্টিকেলটি পড়তেছেন আমি কিন্তু একদিনে আর্টিকেল লেখক বা ব্লগার হয়ে যায়নি।
এ ওয়েবসাইটটির আগেও আমি বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে কাজ করেছি, ভূল করেছি, সমাধান খোঁজার চেষ্টা করেছি, হতাশ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি যা আজ আমাকে সফলতা দেখিয়েছে।

 আমার একান্ত পরামর্শ, আপনি বেশি বেশি ভুল করুন কিন্তু হাল ছাড়বেন না।
এটাও একটি বাস্তব অভিজ্ঞতা এভাবেই একটু একটু  করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়।
আর যারা ভুল থেকে শিক্ষা নিবে তারা সাকসেস হবেই হবে - যা আমি মন থেকে বিশ্বাস করি।


আপনি পারবেন সবকটি শর্ত মানতে?
অনলাইন প্লাটফর্মে ভাগ্য পরিবর্তন করার জন্য অনেকেই আসে সুন্দর একটি স্বপ্নও দেখে কেউ সাফল্যের দেখা পায়, কেউ আবার শুরুতেই ঝরে যায়।

অনলাইন বলুন আর অফলাইন বলুন টাকা কামানো সহজ কোনো বিষয় নয়, তার জন্য দিতে হয় শ্রম নয়তো মেধা।
আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি গ্রহন করে অনলাইনে আসতে পারেন, তাহলে আসুন নয় তো দূরে থাকাটাই ভালো বলে আমি মনে করি।

আপনি যদি অনলাইনে আসেন, সবার আগে নিজেকে প্রশ্ন করুন কতটুকু তৈরি আপনি?
তবে নিরাশ হবার মতো কিছু নয়, আপনি একদম নতুন হয়ে থাকলে প্রচুর চেষ্টা করুন জ্ঞান দক্ষতা দুটিই অর্জন করুন আপনিও সফল হবেন।

আপনার যেকোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন, চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে সহায়তা করার- ধন্যবাদ। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form