কিভাবে তৈরি করবেন রেডিমেড ptc-site ও পিটিসি সাইট থেকে আয় করবেন

ওয়েবসাইট তৈরী করুন, রেডিমেড ওয়েবসাইট তৈরী, আয় করুন, ptc best maker, ptc earning site, ptc ready made website, free earning,

অনেকের অনলাইনে ওয়েবসাইট খুলে টাকা কামানোর কৌতুহল জাগে, তবে কি ধরনের ওয়েবসাইট করবে তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যায়।

তবে আজকে আমি এমন একটি আইডিয়া দিব, আপনি চাইলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন।
আপনি হয়তো দীর্ঘদিন ধরে অনলাইনে আসা যাওয়া করছেন, তাই PTC Site সম্পর্কে ধারণা তো অবশ্যই আছে।

যারা প্রাথমিক ভাবে অনলাইনে ইনকাম করতে চায়, তারা প্রথমেই ঝুকে পড়ে মোবাইল অ্যাপস্ অথবা PTC সাইটে।
তাই এরকম একটি ওয়েবসাইট থাকলে সহজেই পরিচিতি লাভ করা যায় লক্ষ্য লক্ষ্য ভিউয়ারের সঙ্গে এবং সেই সাথে কামানো যায় মোটা অংকের টাকা।
আপনি যেহেতু টাকা কামানোর জন্য ওয়েবসাইট খুলবেন তাই আপনি চাইলে পিটিসি সাইট তৈরি করতে পারেন।
একটি পিটিসি সাইট তৈরি করতে কি কি লাগবে এবং কিভাবে আপনি ইনকাম করবেন এসব কিছু নিয়েই আজকের আর্টিকেল।
মন দিয়ে আর্টিকেলটি বোঝার চেষ্টা করুন এবং আইডিয়া পছন্দ হলে কাজে লেগে যান।
প্রথমেই আসি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবেঃ-
  1. একটি টপ ডোমেইন ও হোস্টিং লাগবে
  2. SSL certificates লাগবে, ওয়েবসাইট সুরক্ষিত রাখার জন্য
  3. এইচটিএমএল ও জাবাস্কিপট কোডিং জ্ঞান থাকতে হবে।
তবে আপনার যদি এসব জ্ঞান না থাকে তাহলে কি করবেন।
আপনি চাইলে ভালো একজন ডেভেলপার এর সহযোগিতায় অর্থ বিনিয়োগের মাধ্যমে পিটিসি কমপ্লিট সাইট তৈরি করে নিতে পারেন।
এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে রেডিমেড ওয়েবসাইট অথবা টেমপ্লেট ক্রয় করতে পারেন।

কমদামে ও সহজ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে পিটিসি সাইট তৈরি করে দেয় PTC Best Maker.
PTC Best Maker ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন এবং পছন্দ করুন ডিজাইন।
ডিজাইন পছন্দ হওয়ার পর অর্ডার কমপ্লিট করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট।

এবার আসি পেমেন্ট কিভাবে পরিশোধ করবেন
এই প্রসঙ্গটি আসার কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বাহিরের দেশের পণ্য ক্রয় করতে চাই সবাই জানেন মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে মূল্য পরিশোধ করতে হয়।
কিন্তু আমাদের সকলের মাস্টার কার্ড নাও থাকতে পারে, কিন্তু আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করেছি এটিতে আপনি বেশ কয়েকটি মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন যেমনঃ Litcoin, Bitcoin ইত্যাদি কিপটু কারেন্সি ওয়ালেট।

এখন আসি পিটিসি সাইট দিয়ে কিভাবে ইনকাম করবেন
আপনি হয়তো জানেন পিটিসি সাইট গুলো এড শো করিয়ে ইনকাম করে এবং একদল ইউজার থাকে যারা এসব পিটিসি সাইটে কাজ করে।
এছাড়াও এডসেন্স ব্যবহার করে বিজ্ঞাপন বসিয়ে আয় করে।
তবে পিটিসি সাইট গুলো আয়ের একটি অংশ তার ইউজারদের কাজের উপর হিসেব করে বন্টন করে দেয়।

কেন ইউজারদের অর্থ দিতে হয়
তাহলে মনে করুন আপনার ওয়েবসাইটটি একটি প্রতিষ্টান এখন আপনার প্রতিষ্টানে পণ্য উৎপাদনের জন্য অবশ্যই কর্মি নিয়োগ করলেন এবং কর্মি পারিশ্রমিক দিবেন।
ঠিক একই ভাবে পিটিসি সাইট গুলোতে ইউজার যারা কাজ করে, এড শো করে, বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকম ওয়েবসাইট ভিজিট করে এবং এসকল কাজের বিনিময়ে তারা কিছু অর্থ উপার্জন করে যা আপনার আয়ের একটি অংশ।
আর আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি দীর্ঘ সময় আয় করতে চান তাহলে ইউজারদের শ্রমের মূল্য যথারীতি পরিশোধ করতে হবে।

এই যে আইডিয়াটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form